পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । Ꮏ*$☾ পোষ্টফিসের বাবুদের টিফিনের বা জলখাবারের ঘর হইয়াছে। বর্তমান প্রাসাদতুল্য জেনারেল পোষ্টাফিস-বাটটি, “ওয়ালটার গ্রাণ ভিল" নামক একজন সেকালের লব্ধপ্রতিষ্ঠ ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে প্রস্তুত। গবর্ণমেণ্ট টেলিগ্রাফ-অফিস । একদিকে জেনারেল পোষ্টাফিস ও অপর দুইদিকে যথাক্রমে রাইটাস" বিল্ডিংস ও গবর্ণমেন্ট টেলিগ্রাফ-আফিস, এই কয়ট প্রাসাদতুল্য অট্টালিকা স্বারা, সেকালের ইতিহাস-বিশ্রত লালদীঘির গৌরব-বৃদ্ধি হইয়াছে। কোম্পানীর প্রথম আমলে, অর্থাৎ নবাবের কলিকতা-আক্রমণের পূৰ্ব্বে, বৰ্ত্তমান টেলিগ্রাফ-অফিসের অধিকৃতস্থানে, একটা স্ববৃহৎ পুষ্করিণী ছিল । কাপ্তেন উইলসের প্ল্যানে, এই পুষ্করিণীট চিহ্নিত দেখিতে পাওয়া যায় না। কারণ সেই সময়ে এই পুষ্করিণী ভরাট করিয়া তদধিকৃত স্থানে, ইষ্ট ইণ্ডিয়া cross Galico Printer's Yard gifo, হইয়াছিল। লর্ড ডালহাউসীর আমলে রেলওয়ে ও টেলিগ্রাফ স্থাপিত হওয়ার পর, গবৰ্ণমেন্ট টেলিগ্রাফ-ড়িপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন। বর্তমান প্রাসাদতুল্য বটটি ১৮৭৩ খৃঃ অন্ধে নিৰ্ম্মিত হয়। এই বাটার দৃশ্য অতি সুন্দর। তিনটা ব্লকে বা অংশে ইহা গঠিত। প্রথম ব্লকে, অর্থাৎ যেটি ওল্ডকোট হাউসের দিকে, এই ডিপার্টমেন্টের নানাবিধ আফিস ছিল। মধ্যের ব্লকে, কলিকাতা সিগন্যাল-আফিস । সৰ্ব্বশেষের ব্লকে—টেলিগ্রাফ চেকু অফিস । বর্তমানে Calcutta Central Telegraph až GRT, »t *** টাকা ব্যয়ে, ওয়েলেসলী প্লেসের পার্থে এক প্রাসাদতুল্য নূতন অট্টালিকা প্রস্তুত হইয়াছে। এখন পুরাতন বাটতে, চেকু-আঁফিস ও ডাক-বিভাগের কয়েকটা আফিস আছে। নূতন টেলিগ্রাফ-বিল্ডিংসের নিম্নতলে, বুকিং আফিস বা তারে খৰর পাঠাইবার স্থান। এইস্থানে মেজর জেনারেল उनिरद्रण छडॐ ब्रदिन्नन R. E. भएशनप्यूब ** প্রস্তর-মূৰ্ত্তি ( Bust ) প্রতিষ্ঠিত আছে। ইনি টেলিগ্রাফ-ডিপার্টমেন্টের প্রথম ডাইরেক্টার জেনারেল। ১৮৬৬ খৃঃ অব হইতে ১৮৭৮ খ্ৰীঃ অৰ পৰ্য্যস্ত, ইনি এই বিভাগের সর্বময় কৰ্ত্ত ছিলেন । ৬৫ বৎসর বয়সে ইহঁর মৃত্যু হয়। বুকিং-অফিসের প্রবেশপথের দক্ষিণ দিকে একখানি প্রস্তর-ফলক আছে । এই ট্যাবলেট বা প্রস্তর-ফলক টেলিগ্রাফ সুপারিন্টেণ্ডেণ্ট ডব্লু, বি, মেলভিল সাহেবের স্মৃতি-রক্ষার জন্য স্থাপিত হয়। মণিপুর-যুদ্ধের