পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b్ఫS9 কলিকাতা সেকালের ও একালের । সময়, এই মেলভিল সাহেব আসাম-ডিভিসনের টেলিগ্রাফ সুপারি। ণ্টেণ্ডেণ্ট ছিলেন। মণিপুরের বিদ্রোহী সৈন্যগণ, আসামের চিফ-কমিশনর মিঃ কুইনটন, টেলিগ্রাফ-মুপারিন্টেণ্ডেণ্ট মিঃ মেলভিল ও সিগনালার ও’ব্রায়েনকে নিহত করে। এখন এই প্রস্তরমূৰ্ত্তি ও ট্যাবলেট নূতন বাটতে স্থানান্তরিত হইয়াছে । পেপার-করেন্সি আফিস । ডালহৌসী-স্কোয়ারের পূর্বদিকে এই পেপার-করেন্সি অফিস । এই বাড়িট ইটালিয়ান প্যাটার্ণে নিৰ্ম্মিত । ইহাই গবর্ণমেণ্টের Office of Issue and Exchange of Government Paper Currency I gotita টাকা, নোট, গিনি হইতে সিকি, দুয়ানি, আধুলি. পাই প্রভৃতির বিনিময় কার্য্য সম্পন্ন হয় । পেপার-করেন্সির নিম্নতলে রিসিভিং * ইসুইং অফিস । এই স্থানটার দৃশ্য অতি মনোরম ৷ হুলটার মধ্যে প্রবেশ করিলে, ইঙ্গর সৌন্দর্য্য দেখিয়া মনে হয়, যেন প্রকৃতই ইহা কমলার আবাস-ভবন। লক্ষ লক্ষ, কোট কোটা টাকার নোট, সুদৃঢ় লোহার আলমারীতে এখানে মুরক্ষিত। এস্থান দিবারাত্র টাকার মধুর-নিক্কণে প্রতিধ্বনিত। বাড়িটা ত্রিতল । ইহার মধ্যে দ্বিতলাংশে ও ত্রিতলে, সরকারী অফিস ও পেপার-করেন্সির এসিষ্টাণ্ট কমিশনার সাহেবের বাস ভবন । নিত্য কার্ষ্যের প্রয়োজনীয়, বহু লক্ষ টাকা এই সব আলমারীতে থাকে। বাকী টাকা, কলিকাতা ফোর্ট-উইলিয়ম দুর্গের মধ্যে স্বরক্ষিত । ইহাই গবর্ণমেণ্টের Reserve Treasury। এই বাড়িটী, সিপাহী পাহারার দ্বারা মুরক্ষিত। প্রথমে আগরা ও মাষ্টারম্যান ব্যাঙ্ক কোম্পানী ( The Agra and Masterman's Bank Co. ) a* RIữ5ì *isft## fIs# <ĩs#### জন্য প্রস্তুত করান। কিন্তু উক্ত কোম্পানী ফেল হওয়ায়—গবর্ণমেণ্ট পেপার-করেন্সি অফিসের জন্য এই বাটিট কিনিয়া লয়েন । হিজ মাজেষ্টিস্ মিন্ট। মিন্ট বা টাকশাল ও-রোডের উপর। এই স্থানে ভারত-সম্রাটের ভারত-সাম্রাজ্য মধ্যে প্রচলিত, টাকা তৈয়ারি হয় । বহু বিস্তত স্থান অধিকার করিয়া টাকশাল-সংলগ্ন বাট গুলি নিৰ্ম্মিত । ইহার সীমানার মধ্যে কয়েকটি পুষ্করিণী আছে। ভিতরে টাকা তৈয়ারি করিবার জন্য যে সমস্ত এঞ্জিন আছে, তাহাতে জল সরবরাহ করিবার জন্য, এই স্ববৃহৎ