পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

trసెళ কলিকাতা সেকালের ও একালের । ев е ক্লাইভের সন্ধিপত্রের পঞ্চমধার অনুসারে, কোম্পানী মুরশিদাবাদ টকশালেই টকা প্রস্তুত করাইবার সন্মতি পান। ১৭৬০ খ্ৰীঃ অব্দে মীরজাফরের জার্মলে, ইংরাজের কলিকাতায় নিজের টাকশালে টাকা প্রস্তুত করিবার সম্মতি পান । এই সময়ে জগৎশেঠগণ ভয়ানক প্রতিযোগিতা ब्रिब्रांझिंटणन ।* " “०१७२ ध्रुडेiटक कलिकांडाब्र छै* , কোম্পানী বাহাদুর প্রথম টাকা তৈয়ারী করেন । এই টাকার একদিকে বাদশাহের মূখ ও অন্যদিকে পারসী লেখা ছিল। ১৭৭০ খৃঃ অন্ধের পূর্ব পর্য্যস্ত, কলিকাতার এই টাকশালে পয়সা তৈয়ারি হয় নাই। তখন এদেশে কড়ির খুব প্রচলন ছিল। পয়সার কাজ কড়িতেই চলিত । জন প্রিন্সেপ বলিয়। একজন ইঞ্জিনিয়ার, কষ্ট ষ্টি লইয়া কোম্পানী-বাছাছুরের জন্য টাকা প্রস্তুত করিয়৷ দিতেন । ফলতায় ইহার কারখানা ছিল । ১৭৮৪ খ্ৰীঃ অব্দে প্রিন্সেপ সাহেব,তাহার যন্ত্ৰাদি গবর্ণমেণ্টকে বিক্রয় করিয়া যান। ১৭৯১ খ্ৰীঃ আন্দ্রে গবর্ণমেণ্ট নিজে টাকশালের কাজ চালাষ্টতে আরম্ভ করেন । এই পুরাতন টাকশাল, বর্তমান ট্যাম্প ও ষ্টেশনারি অফিসের অধিকৃত স্থানে ছিল । ১৮২৪ খৃঃ অব্দে বর্তমান টাকশালের প্রাসাদতুল্য বাটীর ভিত্তি-প্রস্তর প্রোথিত হয়। এই বাটিটর নির্মাণ কাৰ্য্য শেষ হইতে ছয় বৎসর লাগে । টাকশালের উপযুক্ত যন্ত্রাদি ও বাট নির্মাণ কার্ষ্যে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয় হয়। ১৮৩৪ খ্ৰীঃ অব্দ হইতে ইংলণ্ডাধিপের মুখ-সমন্বিত মুদ্র প্রথম প্রচলিত হয় । বেঙ্গল-ক্লব। বেঙ্গল ক্লব—চৌরঙ্গীয় শোভা-সম্পদ-স্বরূপ। এটি উচ্চপদস্থ সিভিলিয়ান हेश्ब्रांजरमब्र “Club House" या चांदांनशांन । उिन फ्रांब्रिट्ठेि प्रश्९ প্রাসাদতুল্য জটালিকা লইয়া এই ক্লৰ স্থাপিত। বেঙ্গল ক্লবের পূৰ্ব্বকার বাড়ীটি ভাঙ্গিয়া, এক্ষণে তথায় একটা চতুস্তল প্রাসাদতুল্য ৰাট নির্মিত হইয়াছে। এস্থানে ভারত-গবর্ণমেন্টের অনেক উচ্চপদস্থ সিভিলিয়ান রাজকৰ্ম্মচারী বাস করেন। সভ্য সংখ্যা, সাত শতের উপর। তিন প্রকার সভ্য আছেন। প্রথম, ধাহার এই বাটতেই বাস করেন। बिडौद्र, वैशिग्रा ठेउब्र-*किय-वटमन ७ छाब्ररङब्र अछांछ हटन थाrरून, এৰং কলিকাতায় আসিলে, এখানে থাকিতে পান। তৃতীয়, বাহার