পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। సెa ) সরকারী আইন অনুসারে, এই বাটীর মধ্যেই এসিয়াটিক-সোসাইটি গৃহ থাকিবে, এরূপ ব্যবস্থাই হয়। কিন্তু মিউজিয়ামের জন্য সংগৃহীত অসংখ্য দ্রব্যাদির স্থান সংকুলান না হওয়াতে, গবর্ণমেন্ট পুনরায় এক নূতন আইন প্রণয়ন দ্বার, সোসাইটি অন্য বাটিতে স্থানান্তরিত করেন। একুশ জন ট্রষ্টি দ্বার, এই মিউজিয়ামের কার্য্যপ্রণালী নিৰ্ব্বাহিত হইয়া থাকে। ভারত গবৰ্ণমেণ্টের পক্ষ হইতে পাচজন, বঙ্গীয় গবর্ণমেণ্টের পক্ষ হইতে পাঁচজন ও এসিয়াটিক-সোসাইটির পক্ষ হইতে পাচজন টুটি নিৰ্ব্বাচিত হন। এতদ্ভিন্ন গবর্ণমেণ্টের সেক্রেটারিগণ, ডাইরেক্টার অব পাবলিক ইনসট্ৰকসান, ইহার সদস্যরূপে নিৰ্ব্বাচিত হন । এতদ্ব্যতীত একজন হিন্দু ও একজন মুসলমান সদস্য গ্রহণেরও ব্যবস্থা প্রচলিত আছে।

গবর্ণমেণ্ট আর্টস্কুল।

মিউজিয়ামের পাশ্বের বাড়ীতেই গবর্ণমেণ্টের আর্ট-স্কুল ও আটগ্যালারি প্রতিষ্ঠিত। ১৮৫৪ খ্ৰী: অব্দে, চিত্রবিদ্যার উন্নতি সাধনের জন্য "ল-অব-ইওষ্ট্রয়াল-আট” নামক একটি শিল্প-বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ড্রয়িং, কাষ্ঠ, পিত্তল ও তামার উপর এচিং ও এনগ্রেভিং প্রভৃতি শিখাইবার জন্য এই বিদ্যালয়ের প্রাণ-প্রতিষ্ঠা হইয়াছিল। অবশ্য বিদ্যলয়টি সৰ্ব্বপ্রথমে, ফিরিঙ্গি ও এদেশীয় ছাত্রদের জন্তই খোলা হয়। ১৮৬৪ খুঃ অব্দে বেঙ্গল-গবর্ণমেণ্ট এই বিদ্যালয়ের ভার স্বহস্তে গ্রহণ করেন । বিলাত হইতে, লক্ নামক একজন চিত্রবিদ্যাবিৎ পণ্ডিত, এই শিল্প-বিদ্যালয়ের শিক্ষাদানের জন্য অধ্যাপকৰূপে নিযুক্ত হইয়া আসেন। তাহার পর হইতেই এই আর্টস্কুলের ক্রমোন্নতি হইয়াছে। বর্তমানে এই বিদ্যালয়ে ড্রয়িং, অয়েল ও ওয়াটার-কলার পেইণ্টিং, এচিং, ইঞ্জিনিয়ারিং-ড্রয়িং, মডেলিং, উডএনগ্ৰেভিং, লিখোগ্রাফি প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। এই আর্টস্কুলে শিক্ষালাভ করিয়া অনেক বাঙ্গালীসস্তান, স্বাধীনভাবে ব্যবসা করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতেছেন। লঙ্ক সাহেবের পর, মিঃ জবিলু ও তৎপরে মিঃ হাভেল এই বিদ্যালয়ের গ্রিন্সিপ্যাল বা অধ্যক্ষ পদে নিযুক্ত হন। ঠাকুর-গোষ্ঠীর স্বনাম প্রসিদ্ধ কলাশিল্পী, শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর এই বিদ্যালয়ের একজন উচ্চশ্রেণীর অধ্যাপক। এই স্কুলগৃহ-সংলগ্ন, গবর্ণমেন্টের একটি আট গ্যালারি বা চিত্র-শিল্প-প্রদর্শনী স্থাপিত আছে। এই শিল্প-প্রদর্শনীতে, অতীত যুগের ভারতীয়শিল্প এমন কি পুরাতনকালের