পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ఫిe ছেন। এখন এই কলেজের সহিত একটা বোডিং-হাউস সংশ্লিষ্ট। কলিকাতার মধ্যে স্ত্রীজাতির শিক্ষাবিধান জন্য, আরও छ्रें একটী বিদ্যালয় হিন্দু ও ব্রাহ্মগণ কর্তৃক স্থাপিত হইয়াছে বটে, কিন্তু কোনটাই এই বেথুন-কলেজের সমকক্ষ নহে। বেথুন-কলেজের প্রাইজ বিতরণ কাৰ্য্য, প্রতি বৎসর মহা-সমারোহে নিম্পন্ন হয় এবং এতদুপলক্ষে বড়লাট-পত্নী, প্রভৃতি উচ্চপদস্থ সম্রাস্ত ইংরাজ মহিলাগণ পারিতোষিক বিতরণ করিয়া থাকেন । 藻》 প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল । লোয়ার-সার্কিউলার রোডের উপর, এই হাসপাতাল বাটটি প্রতিষ্ঠিত। পূৰ্ব্বে সদর-দেওয়ানী-আদালত যে বাটতে ছিল, তাহাতেই জেনারেল স্থাসপাতাল অস্থায়ী ভাবে কয়েক বৎসরের জন্য স্থাপিত হয়। বর্তমানকালে ইহা অসংখ্য কক্ষপূর্ণ এক চতুস্তল নবনিৰ্ম্মিত বাটীতে, স্থানান্তরিত চষ্টয়াছে । এই হাসপাতাল সাহেবদের ব্যবহারের জন্য প্রতিষ্ঠিত। ১৭৬৮ খ্রীঃ অব্দে, গবর্ণমেণ্ট বৰ্ত্তমান হাসপাতালের নিকট জেনারেল *াসপাতাল স্থাপনের জন্য অনেকটা জনী ক্রয় করেন। ইহার পূৰ্ব্বে ইংরাজদের প্রথম হাসপাতাল, বৰ্ত্তমান সেন্টজন গির্জার নিকট ছিল । সেই সময় হইতে ইহার ক্রমোন্নতি সাধিত হইয়া, ইহা বৰ্ত্তমান অবস্থায় দাড়াইয়াছে। সকল শ্রেণীর ইউরোপীয়গণই এই ষ্টাসপাতালে থাকিতে পারেন। একটা ডবল-রূমের বা দুইট কক্ষের জন্য দৈনিক পাচ টাকা ভাড়া দিতে হয়। এতদ্ভিন্ন একটা ঘরের জন্য তিন ও দুই টাকা পৰ্য্যস্ত দৈনিক ভাড়া নির্দিষ্ট আছে। এই ভাড়াতেই, ডাক্তারের খরচ, ঔষধ ও পথ্যাদির ব্যয়নিৰ্ব্বাহ হয় । এই ইসপাতালে ১২৫টী শয্যা, রোগীদের বিনাব্যয়ে দেওয়া হয়। সংক্রামক-রোগের চিকিৎসার জন্য স্বতন্ত্র ওয়ার্ড আছে । মেডিকেল কলেজ হাসপাতাল। কলেজীটে এই সুবৃহৎ হাসপাতাল অবস্থিত। ১৮৪৮ খ্ৰী: অব্দের সেপ্টেম্বর মাসে, তদানীন্তন গবর্নর-জনোরেল লর্ড ডালহৌসী এই ইন্সপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । পুরাকালের ফিভার-ইাসপাতালের কণ্ডের উদ্ধত টাকা, লটারি-কমিটার সংগৃহীত অর্থ, পাইকপাড়ার স্বনামখ্যাত স্বৰ্গীয় রাজা প্রতাপচন্দ্র সিংহের প্রদত্ত অৰ্দ্ধলক্ষ টাকা হইতে, এই