পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ৯২৫ রেভিনিউএর জুনিয়ার-সেক্রেটারীর পদ লাভ করেন। ৩১ বৎসর বয়সে বেঙ্গল-গবর্ণমেন্টের চিফ-সেক্রেটারী হন। ৪২ বৎসর বয়সে, বর্ধার চিফকমিশনারের পদ লাভ করেন। তৎপরে ৪৬ বৎসর বয়সে বঙ্গদেশের ভাগ্যবিধাতারূপে শাসন দণ্ড পরিচালনা করেন। জনপ্রবাদ এই—“ইলবার্ট বিল” তিনিই প্রথম প্রণয়ন করিয়াছিলেন। স্যর এসলি ইডেন, একজন প্রজার প্রতি সহানুভূতিপূর্ণ, সুদক্ষ শাসনকৰ্ত্ত ছিলেন। দাৰ্জিলিঙ্গের বর্তমান উন্নতি, তাহার আমলেই হইয়াছিল। কলিকাতার স্বপ্রসিদ্ধ ইডেন হাসপাতাল, দার্জিলিঙ্গের ইডেন স্যানিটারিয়ম, চিরদিনই তাহার কাঞ্জি ঘোষণা করিবে । স্যর &য়াট বেলি । স্যর ইয়ার্ট কলভিন বেলি, কে, সি, এস, আই, ১৮৭৮ খ্ৰীষ্টাব্দে আসামের চিফ কমিশনারের পদে নিযুক্ত ছিলেন । ১৮৮২ হইতে ১৮৮৭ খ্ৰী৯}দ পর্যাস্তু বেলি সাহেব, বড়লাটের কৌন্সিলের সদস্যগিরি করিয়াছিলেন । ১৮৮৭ হইতে ১৮৯০ পর্য্যস্ত, ইনি বঙ্গদেশ শাসন করেন। এদেশের রাজকৰ্ম্ম হইতে অবসর লইয়া, স্যর ইয়াট, বিলাতের ইণ্ডিয়া-অফিসে পলিটিকাল-ডিপাট মেণ্টের সেক্রেটারির পদে নিযুক্ত হন। ইনি সেকালের ছেলিবারি-কলেজের পরীক্ষেত্তীর্ণ সিভিলিয়ান। ইহঁর পিত। মিঃ উইলিয়াম বটারওয়ার্থ বেলি, ১৮২৮ খু: অব্দে কয়েক মাসের জন্য বঙ্গের গবর্ণর-জেনারেল পদে নিযুক্ত ছিলেন। লর্ড আমহাষ্ট্রের এদেশ হইতে প্রস্থানের পর ও লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের এদেশে আগমনের পূৰ্ব্ব পর্য্যস্ত, ইনি মার্চ হইতে জুলাই পৰ্য্যস্ত ছয়মাসকাল, গবর্ণরের কাজ করিয়াছিলেন। স্যর ইয়াট বেলী, একজন প্রজারঞ্জক শাসনকর্তা ছিলেন । বেলি সাহেবের শ্বেত প্রস্তরময় মূৰ্ত্তি, অর্ণিক্রফট নামধেয় একজন বিখ্যাত শিল্পীর হস্ত প্রসুত । স্যর জন উডবরণ। স্যর জন উডবরণ, কে,সি,এস, আই মহোদয়, ১৮৯৮ হইতে ১৯৯২ খৃষ্টাব্দ পর্যন্ত, বঙ্গের লেফটেনাণ্ট-গবর্ণরের পদে নিযুক্ত ছিলেন। ইহঁর আমলে কলিকাতার কপালীটোলা অঞ্চলে প্রথম প্লেগ দেখা দেয়। এই প্লেগ উপলক্ষে, সেই সময়ে লোকের মনে কিরূপ আতঙ্কের উদয় হয়,তাহ যাহার। শচক্ষে দেখিয়াছেন, উtহারাই বলিতে পারেন। গবর্ণমেণ্ট জোর করিয়া