পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২৬ । কলিকাতা সেকালের ও একালের । প্লেগের টীকা দিবেন, দুষ্টলোকে এইরূপ একটা জনরব রটাইয়া দেওয় সমগ্র কলিকাতা সঁহরের অধিবাসিগণ অতিশয় সম্ভাসিত হইয় উঠেন। দলে দলে লোক কলিকাতা ছাড়িয়া পলাইয়া যায়। তার পর গবর্ণমেন্টের চেষ্টায়, এ আতঙ্কভাব অপসারিত হয়। প্রজাপ্রিয় স্যর জন উডৰৱণ, লোকের মনের আতঙ্ক দূর করিবার জন্য, প্রায়ই অশ্বারোহণে সহরের দেশীয় পল্লীগুলিতে ঘুরিয়া বেড়াইতেন। স্যর জন উড বরণ প্রজাপ্রিয় শাসনকর্তা ছিলেন। এ দেশেই তাহার দেহান্ত হয়। 尊 হলওয়েল মনুমেন্ট। ১৭৫৬ খ্ৰীষ্টাব্দের অন্ধকূপ-হত্যাকাণ্ডে যে সব ইংরাজের শোচনীয় মৃত্যু সংঘটিত হয়, তাহাদের স্মৃতি-চিহ্ন রক্ষার্থে—স্বনামপ্রসিদ্ধ হলওয়েল সাহেব, একটা স্মৃতিস্তম্ভ নিৰ্ম্মাণ করিয়া দেন। প্রাচীন কলিকাতা-দুর্গের সম্মুখে একট খাত ছিল। অন্ধকূপ-হত্যার পরবর্তী দিবসে, সেই থাতে সমস্ত মৃতদেহ নিক্ষিপ্ত হইয়াছিল। পরে এই খাত বুজাইয়া ফেলা হয়। হলওয়েল এই নরকঙ্কালপুর্ণ থাতের উপর একটী স্মৃতিচিহ্ন স্থাপন করেন। ১৮২১ খ্ৰীষ্টাব্দে লর্ড হেষ্টিংসের আমলে, হলওয়েল প্রতিষ্ঠিত এই স্মৃতি-চিহ্ন ভাঙ্গিয়া ফেলা হয় । ইহার প্রায়- আশী বৎসর পরে, লর্ড কর্জন এই স্মৃতিস্তম্ভটী নুতনভাবে, বর্তমান স্থানে প্রতিষ্ঠিত করিয়াছেন। লর্ড কর্জনের স্থাপিত এই স্মৃতিচিহ্নের একটু বিশেষত্ব আছে। হলওয়েলের স্থাপিত মনুমেন্টে সেরাজের নামটা জলন্ত অক্ষরে লিখিত হইয়াছিল। কিন্তু লর্ড কর্জন মিঃ হিলের সংগৃহীত ১৭৫৬-৫৭ খ্ৰীষ্টাব্দের রেকর্ডগুলি পাঠে, এই সিদ্ধান্তে উপস্থিত হন, যে এই হত্যাকাণ্ডের জন্য সেরাজ-উদ্দৌলা প্রত্যক্ষভাবে দায়ী নহেন, এইজন্য র্তাহার প্রতিষ্ঠিত এই মমুমেণ্টে, নবাবের নামটা প্রস্তর-ফলক হইতে তুলিয়া দেওয়া হইয়াছে। লর্ড কর্জন। লর্ড কজ্জনের নাম নানাকারণে বাঙ্গালীর নিকট বিশেষরূপে পরিচিত। ইহঁারই আমলে, বঙ্গদেশ, দুইভাগে বিভক্ত হয়। এই ব্যাপার লইয়া সেই সময়ে সমগ্র বঙ্গদেশে একটা হুলস্থূল বাধিয়া যায়। বর্তমানযুগের বঙ্গবাসীমাত্রেই সে ঘটনা জানেন । সুতরাং তাহার বর্ণনা নিম্প্রয়োজন । আমাদের সর্বজন প্রিয় বড়লাট, লর্ড হার্ডিংএর আমলে, এই দ্বিধা-বিভক্ত বঙ্গদেশ আবার এক হইয়া যায় এবং ইহারই ফলে, আমরা প্রজারগণ