পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెరిచి কলিকাতা সেকালের ও একালের । রাধাচরণ পালও পিতৃপদাঙ্কামুসরণে দেশের ও দশের হিতলাল করিতেছেন। রাজা কালীকৃষ্ণ দেব বাহাদুর। রাজা কালীকৃষ্ণ দেব বাহাদুর মহারাজ নবকৃষ্ণ বাহাদুরের পৌত্র ও রাজ রাজকৃষ্ণ দেবের দ্বিতীয় পুত্র। ১৮০৮ খৃঃ অব্দে, রাজা কালীরুষ্ণের জন্ম হয় । রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যুর পয় রাজা কালীকৃষ্ণ, হিন্দু কায়স্থ-সমাজের নেতৃত্ব পদ গ্রহণ করেন । রাজা কালীকৃষ্ণ বাহাদুর একজন সাহিত্যানুরাগী ব্যক্তি ছিলেন। সংস্কৃত ভাষা হইতে অনেক গ্রন্থ তিনি ইংরাজীতে অনুদিত করিয়া, এদেশের ও ইউরোপের সাহিত্য-সমাজে বিশেষ প্রতিষ্ঠা-ভাজন হয়েন। রাজা কালীকৃষ্ণ বাহাদুর, সাধারণ সভাসমিতি ও অন্তান্ত দেশ হিতকর কার্য্য সমূহে যোগদান করিয়া, সাধারণের অনেক উপকার করিয়া গিয়াছেন। র্তাহার সময়ে তিনি সৰ্ব্বজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ১৮৭৪ খৃঃ অঙ্গে ৬৬ বৎসর বয়সে, রাজা কালীকৃষ্ণ বাহান্থর দেহত্যাগ করেন। বিডন-বাগানের প্রস্তরমূৰ্ত্তি ব্যতীত, টাউনহলেও তাহার আর একখানি তৈলচিত্র আছে। মহামহোপাধ্যায় কবিরাজ দ্বারকানাথ সেন । ১৮৪৫ খৃঃ অব্দে, কবিরাজ দ্বারকানাথ সেনের জন্ম হয়। ফরিদপুর জেলার খাণ্ডারপাড়া গ্রাম ইহার জন্মভূমি। রাজা সীতারাম রায়ের সভাপণ্ডিত ও রাজবৈদ্য অভিরাম কবীন্দ্র দ্বারকানাথের পূর্বপুরুষ। ৰরিকানাথের বৃদ্ধ প্রপিতামহ, গোপালকর “রসেক্স-সার-সংগ্ৰহ" নামে প্রসিদ্ধ বৈদ্যকগ্রন্থ রচনা করেন। মুরশীদাবাদের স্বপ্রসিদ্ধ গঙ্গাধর কবিরাজের নিকট আয়ুৰ্ব্বেদ শিক্ষা করিয়া, দ্বারকানাথ কলিকাতায় চিকিৎসা-কাৰ্য্য আরম্ভ করেন। চিকিৎসাসম্বন্ধে শীঘ্রই তাহার স্বযশ বিস্তৃত হইয় পড়ে। রাজপুতানার মেওয়ার রাজবংশের যুবরাজের পীড়া হইলে, রাজসরকার গবর্ণমেন্টের নিকট একজন মুবৈদ্য চাহিয়া পাঠান। বাঙ্গালী বৈদ্য স্বারকানাথই, এই কার্য্যে গবর্ণমেণ্ট কর্তৃক নিৰ্ব্বাচিতৃ হইয়া,মেওয়ারে প্রেরিত হন। এই রাজকুমারের চিকিৎসায় তাহার যশঃপ্রভা মুদূর রাজপুতানা পৰ্য্যস্ত পরিব্যাপ্ত হয়। দ্বারকানাখ সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও সুচিকিৎসক ছিলেন । গবর্ণমেন্ট ১৯০৬ খৃঃ অৰে, ইহঁাকে মহামহোপাধ্যায় উপাধি প্রদান করেন।