পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ৯৪৭ : রাজপথে ভিক্ষার্থে বাহির হইয়াছেন। তখন তিনি মৌনাব্ৰতাবলী সন্ন্যাসী মাত্র। কাহারও সহিত বড় একটা কথাবাৰ্ত্ত কহেন না। সেই সময়ে, গোয়ালিয়ারের মহারাণী, রাজপথ দিয়া আসিতেছিলেন। তাহার সঙ্গে লোকজন এবং অশ্বারোহী সৈন্ত ছিল । লালাবাবুর ধৰ্ম্মময় জীবনের কথা শুনিয়া, তিনি র্তাহার পদধূলি লইবার জন্য, বহুদিন হইতেই ব্যগ্র ছিলেন। রাণী পান্ধী হইতে নামিয়া, পদ বদনার জন্য, লালাবার সম্মুখে উপস্থিত হন। লালাবাবু রাণীকে পদম্পর্শ করিতে দিবেন না এই ভাবিয়া, যেমন পশ্চাৎ দিকে ছটিয়া যাইবেন – সেই সময়ে রাণীর কোন অশ্বারোহীর একটা ঘোড়া সহসা ক্ষেপিয়া উঠায়, তাহার ক্ষুরের আঘাতে তিনি সাংঘাত্ত্বিকভাবে আহত হন । এই আঘাত, পরিণামে সাংঘাতিক অবস্থ। ধারণ করিয়া পূৰ্ব্বোক্ত দৈবজের ভবিষ্যদ্বাণী সফল করিয়া দেয়। অন্য একটা প্রবাদমতে, গিরি-গোবৰ্দ্ধনের নিভৃত গুহায়, তিনি যোগসাধনে ও ভগবচ্চিত্তায় বাস্ত থাকিতেন । এই সময়ে একদিন সহসা পিচ্ছিল প্রস্তর-পথে পদস্থলন হওয়ায়, তিনি ভূপতিত হইয়া আহত হন। তাহাতেই তাহার দেহান্ত ঘটে। য়াছাই উক না কেন, লালাবাবুর যে অপঘাত মৃত্যু ঘটিয়াছিল এ কথা সম্পূর্ণ নিশ্চিত। এই দান-বীর, কৰ্ম্ম-বীর, ধর্শ্ব-বীর, লালাবাৰু ব। রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ৪• বৎসর বয়সে, হিন্দুর পুণ্যময় বৈষ্ণবতীর্থে দেহ রক্ষা করেন। রাজা কৃষ্ণচন্দ্র সিংহ বা লালাবাবুর পত্নীর নাম iণী কাতায়নী। রাণী কাত্যায়নীর পুত্রের নাম শ্ৰীনারায়ণ। এঁনারায়ণ অপুত্ৰক হওয়ায় দুইটা দত্তকপুত্র গ্রহণ করেন। র্তাহীদের নাম রাজা প্রতাপ সিংহ ও রাজা ঈশ্বর সিংহ । রাজা প্রতাপচন্দ্র সিংহ স্ত্রনারায়ণের জ্যেষ্ঠ দত্তক-পুত্র। রাজা প্রতাপসিংহের আমলে, পাইকপাড় রাজবংশের যশপ্রভা চারিদিকে প্রচারিত হয়। ১৮৫৪ খৃঃ জন্ধে ইনি রাজা-বাছাছুর উপাধি প্রাপ্ত হন। এতদ্বিন্ধ নমেষ্টের নিকট হইতে সি, আই, ই, উপাধিও তিনি লাভ করেন। প্রতাপসিংহও পিতামহের ন্যায় অনেক সৎকার্ধ্যে দান ধ্যান করিয়া, বশী হইয়া গিয়াছেন। মেডিকেল-কলেজে ফিভার-হাসপাতাল বা জর-রোগীদের आवह शम निर्श्वभारथ, छिनि ●हूब शृङ्गांशन रुटबन। भाहेकनाड़ाब ब्राधtरमग्न ८वणtअइिग्नांब्र बांशंॉन (BelgachiaW"*) একটা সুন্দর রম্যোস্তান। এখানে আদম এবং ইভের একখানি বহুমূল্য প্রাচীন তৈলচিত্র আছে। ১৮৭e অৰে, আমাদের স্বৰ্গীয় সম্রাট, সপ্তম এডওয়ার্ড যখন প্রিল ঘৰ ওয়েল ।