পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । సి$s

চিরস্মরণীয় করিয়া রাখিয়াছে। কোম্পানীর আমলে, যে সমস্ত শক্তিবান মনস্বী বাঙ্গালী জন্মিয়ছিলেন, বর্তমানকালে উহাদের আদর্শ অতি দুলভ। তাছাদের দোষও অনেক ছিল, কুকীৰ্ত্তিও অনেক ছিল, কিন্তু সৰ্ব্ববিষয়ে তাহারা অসীম ক্ষমতাবান ছিলেন । ইহার প্রমাণস্বরূপ মহারাজা নৰকৃষ্ণ, গঙ্গাগোবিন্দ সিংহ, মহারাজ নন্দকুমার রায় প্রভৃতির নামোল্লেখ করা যাইতে পারে। এই পাইকপাড়। রাজবংশ সম্বন্ধে বলিবার আরও অনেক কথা থাকিলেও, স্থানাভাবে অতি সংক্ষেপে শেষ করিতে হইল । i নাটোর রাজবংশ । ব্রাহ্মণকুলেস্তিব কামদেব রায়, লস্করপুর পরগণার মৌজা নাটোরে বাস করিতেন। তিনি নরনারায়ণ ঠাকুরের অধীনে বারাইহাটীর তহশীলদার নিযুক্ত হন । এই নরনারায়ণ, পুটিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। কামদেবের তিন পুত্ৰ—রামজীবন, রঘুনন্দন, ও বিষ্ণুরাম। ইহঁদিগের মধ্যে সৰ্ব্বকনিষ্ঠটা কামদেবের জীবিতাবস্থাতেই মৃত্যুমুখে পতিত হন। রঘুনন্দন, প্রথমে দর্পনারায়ণের (নরনারায়ণের কনিষ্ঠভ্রাতা) মোক্তার ছিলেন, পরে মুসলমানদিগের আইন-কান্থনে অভিজ্ঞতা লাভ করিয়া, তিনি মায়েবকানুনগো হন। অতঃপর তিনি নবাব মুরশীদকুলী ধার রায়রায়ান এবং দেওয়ানের অর্থ-সচিব পদ লাভ করেন। সরকারী জমির বন্দোবস্তে এবং অন্তান্ত দায়িত্বপূর্ণ কাৰ্য্যে বিশেষ দক্ষত প্রদর্শন করায়, তিনি নবাব সরকার হইতে রাজা উপাধি এবং জমিদারী লাভ করিয়াছিলেন। কিছুদিন পরে রাজা রঘুনন্দন, এই সম্পত্তিটা তাহার জ্যেষ্ঠভ্রাতা রামজীবনকে প্রদান করেন। রামজীবনও ১৭০৪ খৃঃ অব্দে রাজা উপাধি প্রাপ্ত হন। কালক্রমে, তিনি ভিতারিয়ার জমিদার রামকৃষ্ণ, বনগাছি পরগণার চৌধুরী ভগবতী ও গণেশনারায়ণ, রাজসাহীর জমিদার রাজা উদিতনারায়ণ, ভুষণার জমিদার রাজা সীতারাম রায় প্রভৃতির জমিদারীর উত্তরাধিকারী না থাকাতে, অথবা রাজস্ব প্রদানের অসামর্থের জন্য, সেগুলি নিজের জমিদারীভূক্ত করেন। অবশেষে এই জমিদারী এত বিস্তৃত হইয়া উঠে, যে বঙ্গের সমস্ত প্রধান প্রধান জেলায় এমন কি মুঙ্গের এবং ভাগলপুরেও রামজীবনের অধিকার বিস্তৃত হয়। ইহার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় জুই কোটা টাকা এবং মুসলমান রাজসরকারে দেয় রাজস্বের পরিমাণ ৫২,•••\ * * * frf gr l: ۰ ٫۰۰ته $.