পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। && রুজরায়ের আমলে, তাহার নবস্থাপিত বাজধানীর যথেষ্ট উন্নতি হয়। তিনি ঢাকা হইতে কারিগর অনাইয়া সুন্দর চক ও জটালিকা নির্মাণু করনি । কৃষ্ণনগর হুইতে শান্তিপুর পর্য্যন্ত এক পাকা রাস্তা প্রস্তুত করা– ' ইয়া দিয়া, তিনি সাধারণের যাতায়াতের কষ্টমোচন করেন। রুদ্ররায়ের দুই মহিষী। জ্যেষ্ঠার গর্ভে রামচন্দ্র ও রামজীবন এবং কনিষ্ঠার গর্ভে রামকৃষ্ণের জন্ম হয়। পৈত্রিক জমীদারী লইয়া'রামচন্দ্র ও রামজীবনের মধ্যে বহুদিন ধরিয়া বিবাদ চলিয়াছিল। রামচন্দ্রের মৃত্যুর পর, রামজীবন জমীদারী প্রাপ্ত হন। কিন্তু জমাদারী ভ়াহাকে বেশী দিন ভোগ করিতে হয় নাই। র্তাহার বৈমাত্রেয় ভ্রাতা রামকৃষ্ণ, নবাবের সহিত কৌশল করিয়া, তাহাকে ঢাকায় কারারুদ্ধ করান ও পৈত্রিক জমীদারী দখল করেন। এই রামকৃষ্ণের সময়ে, শোভাসিংহের বঙ্গবিপ্লবকারী বিদ্ৰোছ উপস্থিত হয় । শোভাসিংহের দলভুক্ত বিদ্রোহী, হিম্মৎ সিং রামকৃষ্ণের আমলে নদীয়া-রাজ্য আক্রমণ করেন, কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরিয়া যাইতে বাধ্য হন । সম্রাটপুত্ৰ আজিম-উসান, হিম্মৎখাকে দমন করিবার জন্ত যখন বৰ্দ্ধমানে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে রামকৃষ্ণেয় সহিত র্ত্যহার প্রগাঢ় বন্ধুত্ব জন্মে। এই সময়ে রামকৃষ্ণও কলিকাতার তৎকালীন ইংরাজী শাসনকৰ্ত্তার সহিত সপ্তাব স্থাপন করায়, ইংরাজের রামকৃষ্ণের অধীনে অনেক সৈন্য রাখিয় দেন। রামকৃষ্ণের প্রতি আজিম-উসানের এই অনুগ্রহে, মুরশীদকুলী জাফর র্থ বিরক্ত হন এবং ছল করিয়৷ তাছাকে ঢাকায় লুইয়া গিয়া কারাগারে নিক্ষেপ করেন। 7. রামকৃষ্ণ, কারাগারে বসন্তরোগে প্রাণত্যাগ করেন। তাহার মৃত্যুক্তে আজিম উসান অত্যস্ত দুঃখিত হইয়া, জাফরখাকে लिविग्नः श्iiट्टेन---*नौिछ्र'রাজ্য অবিলম্বে রামকৃষ্ণের উত্তরাধিকারীকে দেওয়া হউক । “কিন্তু রামকৃষ্ণের অন্য উত্তরাধিকারী না থাকায়, তাহার ভ্রাত রামজীবনকে কারামুক্ত করিয়া উক্ত রাজ্য প্রদান করা হয়। জাফর খাঁ, রামজীবনকে এক সময়ে তাহার cनम दार्षिक नद्रकांत्री भोजनांद्र श्निांद रुब्रिबांबू जना भू*िनांकप्न छोकिब्रt পাসন। এই মুর্শিদাবাদেই রামজীবনের মৃত্যু হয়। উদ্ধার স্বত্যুর পৃ. তাহার উপযুক্ত পুত্র রঘুরাম রাজ্য প্রাপ্ত হন, किड़ हेशंध्र झुई द९मब्र श्रृंद्ब्रड्रे জাফর ধী কর্তৃক তিনি মুর্শিদাবাদে বঙ্গী হন। স্বযুরাম অতি অসমসাহসী বাংগুল ছিলেন বাবা,তিনি যুৰীয় বলিয়া সাধারণে পরিচিত। নার