পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬৮ : কলিকাতা সেকালের ও একালের । তাহার ভ্রাতুষ্পুত্র মহারাজা জয়নারায়ণের দখলে আইসে। মহারাল জয়নারায়ণ, কৃষ্ণচন্দ্র ঘোষালের একমাত্র পুত্ৰ । মহারাজা জয়নারায়ণ, ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর অধীনে কিছুকাল সমূদ্বীপের কাহ্নুগে ছিলেন। তিনিই প্রথমে খিদিরপুরের নিকটস্থ ভূকৈলাসে ब्रांबदा?ी' নিৰ্মাণ করিয়া বসবাস করিতে আরম্ভ করেন, এই জন্য তিনিই প্রকৃতপক্ষে এই বংশের গৌরব প্রতিষ্ঠাতা। এইস্থানে তিনি স্বর্ণময়ী পতিতপাৰনী দেবীর জন্য, একটা সুন্দর মর্শ্বরখচিত দেবায়তন নিৰ্মাণ করেন এবং শিৰগঙ্গা ও সত্যগঙ্গা নামধেয় দুইটী স্ববৃহৎ দীর্বিক খনন করান। ইছার আমলেই রাজবাটীর চারিদিক গড়খাই বা পরিখা দ্বারা ৰেইন করা হয়। এতদ্ব্যতীত তিনি ভূকৈলাসে ছুইটী সুবৃহৎ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। শিবরাত্রির সময়ে, এখানে আজও বহু যাত্রীর সমাগম হয় । এখনও ভূকৈলাস রাজবাটীতে, এই পুণ্যাত্মা জয়নারায়ণের একটা প্রতিমূৰ্ত্তি এক মন্দির মধ্যে রক্ষিত আছে। তাহ নিত্যই দেবমূর্ভির মত পুপাদি দ্বারা সজ্জিত হয়। পতিতপাবনী দেবী, স্বর্ণনিৰ্ম্মিত দেবী প্রতিমা । ইহার মর্শ্বর মণ্ডিত মন্দিরটা দেখিবার জিনিস । জয়নারায়ণ, দিল্লীর সম্রাটের নিকট হইতে “মহারাজা-বাহাদুর" উপাধি এবং ৩৫•• ঘোড়সওয়ার রাখিবার সনন্দ প্রাপ্ত হন। জয়নারায়ণ ইংরাজী, পারসী, সংস্কৃত, আরবী ও বাঙ্গলা ভাষায় সবিশেষ বুৎপন্ন ছিলেন। তিনি ग्रांथांब्र१ निक्रांदिखां८ब्रङ्ग छैब्रठिब्र अङगुरु श्रृंक्रश्रृंॉर्डौ श्८िणन ५क्९ दिङिग्न জাতীয় বালকগণকে বিনাব্যয়ে সংস্কৃত, বাঙ্গলা, হিন্দি, পারসী ও ইংরাজী ভাষা শিক্ষা দিবার জন্ত, বহুব্যয়ে বারাণসীতে একটী কলেজ স্থাপন করেন। ইহ। “জয়নারায়ণস কলেজ” বলিয়াই সাধারণে পরিচিত ছিল । এই কলেজ, জাজও তাহার কীৰ্ত্তিঘোষণা করিতেছে। কলেজট বারাণসীর রর্তমান গবর্ণমেন্ট কলেজ প্রতিষ্ঠার বহু পূর্বে স্থাপিত হইয়াছিল। ইহা এক্ষণে মিশনারীগণ কর্তৃক পরিচালিত হইতেছে। মহারাজা জরনারায়ণ র্তাহদিগের হস্তে, কলেজট এবং ইহার পরিচালনার জন্য, প্রচুর অর্থ গুপ্ত করিয়া গিয়াছেন। ইহা ব্যতীত তিনি বারাণসীতে “গুরুধাম” নামে একটী ঠাকুরৰাট নির্মাণ করাইয়া "করুণানিধান মহাদেবের” নামে উৎসর্গ করিয়া দেন । মহারাজা জয়নারায়ণ ঘোষাল বাহাদুর, অশীতিপর বয়সে দেহত্যাগ করেন। উছার একমাত্র পুস্থ কালীশঙ্কর ঘোষাল, কাবুল-যুদ্ধের সময় हेखावप्नई সাহায্য করার জন্য, লর্ড এলেনবরোর, নিকট হইতে এই অত্যাবগুকীয়