পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭০. কলিকাতা সেকালের ও একালের। .." o, গবর্ণমেন্ট র্তাহাকে c, s. l. উপাধি সন্মানে ভূষিত করিয়াছিলেন। রাজ্য বাছাছুরের অনেকগুলি সস্তান হইয়াছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা কঙ্ক ব্যতীত তাহদের সব কটাই বাল্যকালেই মৃত্যুমুখে পতিত হয়। এই কন্সটর সহিত প্রেসিডেন্সী-কলেজের ভূতপূৰ্ব্ব অধ্যাপক মহেশচন্দ্র ৰঙ্গ্যোপাধ্যায় মহাশয়ের বিবাহ হয়। রাজা সত্যশরণ ঘোষাল বাছাছুরের মৃত্যুর অল্পদিন পরেই, ১৮৬৯ খৃঃ অশ্বের ৩১শে সেপ্টেম্বর তারিখে, , গবর্ণমেণ্ট রাজা সত্যচরণ ঘোষালের জ্যেষ্ঠপুত্ৰ কুমার সত্যানন্দ ঘোষালকে “রাজা-বাহাদুর” উপাধি প্রদান করেন । রাজা সত্যানন্দ ঘোষাল বাছাছুর, ব্রিটিশ-ইণ্ডিয়ান-অ্যাসোসিয়েশনের সভ্য এবং কিছুকাল বঙ্গীয় ব্যবস্থাপক-সভার সভ্য ছিলেন। তিনি সাধারণের হিতার্থে অনেক লোকহিতকর কার্য্যামুষ্ঠান করিয়াছেন। কুমার সত্যসত্য ঘোষাল (রাজা সত্যচরণের দ্বিতীয় পুত্র ) এবং কুমার সত্যক্লক ঘোষাল এই বংশের আরও দুইজন কৃতী বংশধর । কুমার সত্যকৃষ্ণ ঘোষাল মুবার্বন মিউনিসিপ্যালিটির কমিশনার এবং কলিকাতা পুলিশের অনারার ম্যাজিষ্ট্রেট ছিলেন । ইহাদিগের জমিদারী ত্রিপুরা, ভুলুয়া, বাখরগঞ্জ, ঢাকা এবং চব্বিশপরগণা জিলায় অবস্থিত । ইহাদিগের বিশাল জমিদারীর সরকারে দেয়-বার্ষিক ৱাজন্ধের পরিমাণ প্রায় ১,৫•,•••N দেড় লক্ষ টাকা । ভূকৈলাস রাজ-পরিবার, নদীয়া ও নাটোরের মত অনেক ব্রাহ্মণকে প্রচুর গ্রন্ধোত্তর দিয়া গিয়াছেন। পতিতপাবনী দেবীর পূজার সময়, এই রাজবাটীতে ছৰ্গাষ্টমী ও ঝুলনে খুব জাকজমক হইয়া থাকে। বুলনের সময় দশভূজা স্বর্ণময়ী পতিতপাবনী দেবীকে, দ্বিভূজ মুরলীধারী কৃষ্ণমূৰ্ত্তিতে পরিণত করা হইত। এই দীন লেখকের জন্মস্থান ও প্রথম নিবাস, ভূকৈলাস রাজবাটীর পশ্চিমদিকে বাদামতলা লেনে ছিল। এখন তাহ খিদিরপুর “ডকের সীমানা ভুক্ত হইয়াছে। 鄒 দীঘাপতিয়া রাজবংশ । এই বংশের প্রতিষ্ঠাতা, দারাম রায় মহাশয় প্রথমে নাটােরের রাজা ब्रांश्लोवन ब्रांरब्रब्र श्रौष्म ५कबन गायांछ चांशग हिरणन, किरू नैजहै জমিদাৰী কার্ধ্যে বিশেষ দক্ষতা প্রদর্শন করা, তিনি নাটােররাজ কর্তৃক