পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। । so s૧૧ প্রতি মমতা না রাখিয়া, ফলুতায় পদায়িত জাহাজবাসী ইংরাজদিগকে, , জুলাই হইতে ডিসেম্বর পর্য্যন্ত ছয়মাসকাল রসদ যোগাইয়াছিলেন। বস্তুতঃ তিনি এরূপ দুঃসাহসিক ভাবে কাৰ্য্যদক্ষতা দেখাইতে না পারিলে, নবাবের আদেশের বিরুদ্ধে ইংরাজগণকে এভাবে সাহাষ্য না করিলে, তাহাদিগকে যে ভীষণ বিপদে পড়িতে হুইত, তাহার আর সন্দেহ নাই । - " - . . পলাশীর যুদ্ধের পূৰ্ব্বে, নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইয়াছিল, নবকৃষ্ণই তাহাতে ইংরাজপক্ষের ঘন্ত্রস্বরূপ ছিলেন। ক্লাইভই তাহাকে ছদ্মবেশে মুর্শিদাবাদে পাঠাইয়াছিলেন। t ধরিতে গেলে, নবকৃষ্ণই ইংরাজপক্ষ হইতে পলাশীর যুদ্ধের অন্ততম প্রধান উদ্যোক্তা। তিনি যে শুধু নবাবের ওমরাহগণের সহিত পরামর্শে ইংরাজগণের মুখপাত্র ছিলেন তাহা নহে, উপরন্তু বহু জমীদারকে তিনিই ইংরাজপক্ষের সহায় করিয়া তুলেন । আবার যখন নবাবের ভীষণ অগ্নিবৃষ্টির সম্মুখে ইংরাজগণ ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন, তখন তিনিই ক্লাইভের দূতরূপে মীরজাফরের নিকট উপস্থিত হইয়। ইংরাজের জয় সুপ্রতিষ্ঠিত করেন। পলাশীর যুদ্ধের পর, মীরজাফরের সিংহাসনারোহণের দিন, নবকৃষ্ণ দরবাৱে উপস্থিত হইয়াছিলেন । নবাবের ধনাগার পরীক্ষার সময়েও তিনি লর্ড ক্লাইভের সঙ্গে ছিলেন । কথিত আছে, নবাবের প্রকাগু রোষাগার ব্যতীত একটী গুপ্ত ধনাগারও ছিল । ইংরাজের এ সংবাদ । রাখিতেন না। র্তাহারা প্রকাগু ধনাগারের দুই কোটী টাকা বিভাগ করিয়া লইবার পর মীরজাফর, আমীর বেগ খাঁ, ইংরাজদিগের দেওয়ান , द्वाभईर ब्रांबढ़ें অস্থূিল রাজবংশের পূর্বপুরুষ) ও মুলী নবকৃষ্ণ এই গুপ্ত ধনাগার হইতে অট কোটা টাকার স্বর্ণ, রৌপ্য ও রত্নাদি গ্রহণ করেন। কিন্তু নবকৃষ্ণের জীবন চরিত লেখক বলেন, একথার মূলে কোন : বিশ্বাস যোগ্য সমর্থক প্রমাণ নাই। যে কোন কারণেই হউক, নবকৃষ্ণ এই $, * . সময়ে প্রচুর বিত্তশালী হইয়াছিলেন। 鬱 ; : পলাশীর যুদ্ধের পর, দুর্গোৎসবের অত্যর দিন মাত্রই অবশিষ্ট ছিল, কিন্তু নবকৃষ্ণ সেই অল্প দিনের মধ্যেই স্ববৃহৎ পূজাৱ দালান মিশ্ৰান্ধ. করাইর, মহাসমারোহে শোভাবাজার রাজ-বাড়ীতে দুর্গোৎসব করিাছিলেন। কলিকাতার বহু পদস্থ ইংরাজ কর্মচারী, এই পূজায় উপস্থিম্ভ

  • な")