পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮০ কলিকাতা সেকালের ও একালের । তাহার হন্তে অর্পিত হয়। এই সকল কাৰ্য্য তাহার শোভাবাজারের রাজবাটীতেই সম্পন্ন হইভ । ** ইহার পর মহারাজা নবকৃষ্ণের মাতৃবিয়োগ হয়। কথিত আছে— মাতৃপ্রাদ্ধে মহারাজ নবকৃষ্ণ, নয় লক্ষ টাকা ব্যয় করেন। . বাঙ্গালার তখনকার সমস্ত রাজা, মহারাজা ও জমীদারবর্গ এই শ্রাদ্ধ-সভায় নিমন্ত্রিত হইয়াছিলেন এই শ্রাদ্ধোপলক্ষে সংঘটিত অভূতপূৰ্ব্ব মহোৎসবের বিচিত্র শোতার বাহার ও তাঁহার অসাধারণ ঐশ্বৰ্য্যময় অবস্থার জন্তই নবকৃষ্ণের বাস-পল্লীর নিকটবর্তী সমস্ত স্থানের নাম পরিবর্তিত হইয়া, সভাবাজার ব। শোভাবাজার হইয়াছে এ কথাও অনেকে বলিয়া থাকেন । ক্লাইভের পর মিঃ ভেরেলেষ্ট কলিকাতার গভর্ণর হন। ক্লাইভের স্থায় তিনিও নবকৃষ্ণকে অত্যন্ত বিশ্বাস করিতেন এবং ভাল বাসিতেন। ভেরেলেষ্টের সময়ে, নবাব মনিরউদ্দৌলা ইংরাজগণের অনুগ্রহপ্রার্থী হইয়া নবকৃষ্ণেরই আশ্রয় গ্রহণ করেন। মহারাজ নবকৃষ্ণ বাহাদুর এই সময়ে ইংরাজের অনুগ্রহে প্রভূত ধনশালী ও ক্ষমতাশালী হইয়া উঠিয়াছিলেন বটে—কিন্তু সমাজে তাহার পদগৌরবোপযুক্ত প্রতিপত্তিই ছিল না। এতদিন সৌভাগ্য অর্জন জন্য জীবন উৎসর্গ করিয়াছিলেন বলিয়া তিনি এ দিকে মনোযোগ করিতে পারেন নাই। কিন্তু মাতৃশ্ৰাদ্ধের সময়, তিনি বুঝিতে পারেন সামাজিক বিষয়ে তাহার গৌরব তখনও তাহার অর্থ ও পদগৌরবের উপযুক্ত হয় নাই । তিনি দেখিলেন যে মহারাজা মন্দকুমার, সমগ্র হিন্দু সমাজের উপর অবাধে কর্তৃত্ব করিতেছেন। রাজনীতিক্ষেত্রে, এই সময়ে নন্দকুমারের প্রতিপত্তি কমিয়া আসিতেছিল। নানা কারণে ইংরাজগণ র্তাহার উপর ক্ষণে কৃষ্ট ক্ষণে তুষ্ট হইতেছিলেন । নন্দকুমারের শক্রপক্ষের প্ররোচনায়, ভেরেলেই তাহার উপর বিরক্ত হইয় পড়িয়াছিলেন । এই সমস্ত কারণে উপযুক্ত সুযোগে, নবকৃষ্ণ নন্দকুমারের সামাজিক প্রতিপত্তি খৰ্ব্ব করিবার জন্য বদ্ধ-পরিকর হইলেন । . ১৭৭২খ্ৰীঃ অৰে মহারাজা নবকৃষ্ণের বাল্যবন্ধু ও ভূতপূৰ্ব্ব ছাত্র, ওয়ারেণ হেষ্টিং বাঙ্গালার ভাগ্যবিধাতাইইয়া আসেন। হেষ্টিংসের আমলে নবকৃষ্ণের প্রতিপত্তি অসাধারণরূপে রৰ্দ্ধিত হইয়াছিল। ১৭৭৫ অঙ্গে অযোধ্যার নবাব স্বাসফউদ্দৌলার মাতার সম্পত্তি সম্বন্ধে মিঃ ব্রিষ্টে যথেচ্ছ বন্দোবস্ত করা, নবকৃষ্ণ এ বিষয়ে তদন্তের জন্ত প্রেরিত হন। ১৭৭৮ অক্টে হেষ্টিস