পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । فو sچ আসিত, তাহাকেই চাবুক মারিতেন, এই দুর্ব্যবহারে অনেকেই তাহার শক্ৰ হইয়া উঠে। তিনি পৈত্রিক জমিদারী সংক্রান্ত এক মোকদ্দময় চোঁদ বৎসরের জন্ত দ্বীপান্তরে প্রেরিত হন। দুর্ভাগ্যের বিষয় এই, নিৰ্ব্বাসন মুক্তির পর ফিরিবার পথে তাহার মৃত্যু হয়। দ্বীপান্তরের পূৰ্ব্বে, তিনি মহেশের বাৎসরিক রথযাত্রা উৎসবের জন্য প্রচুর অর্থ দান করেন। জনপ্রবাদ এই, যে দীপান্তরকালে মুদুর আণ্ডামালে তিনি মহ সমারোহে দুর্গোৎসব করিয়াছিলেন । , শেঠ ও বসাক বংশ । শেঠগণ প্রথমে গৌড়ের অধিবাসী ছিলেন, কিন্তু পরে স্ববর্ণগ্রাম, ঢাকা, কাশিমবাজার, মুর্শিদাবাদ এবং হুগলী জিলার হলুদপুরে আসিয়া ৰাস করেন।. তাহারা প্রথমে স্বত্রপ্রস্তুতের কার্য্য করিতেন, কিন্তু পরে বস্থাদির ৰ্যবসাদার হইয় পড়েন। তাহারা ব্যবসায়ের অনুরোধে, বঙ্গের প্রত্যেক বড় বড় সৃহরেই বাস করিতেন এবং ভারতে পটুগিজ ও ওলন্দাজগণের আগমনের সময় হইতে কলিকাতার ব্যবসায় আরম্ভ করেন। প্রবাদ আছে —পলাশীর যুদ্ধের পঞ্চাশ বৎসর পূৰ্ব্বে, ধনশালী শেঠগণ তখনকার জঙ্গলময় কলিকাতার বাস করিতে আরম্ভ করেন এবং গোবিন্যজীউ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া, প্তাহার জন্য একটা মন্দির উৎসর্গ করেন। কলিকাতা নগরের প্রাণপ্রতিষ্ঠার পর, শেঠগণ বঙ্গের বিভিন্ন স্থান হইতে বসাকগণকে আনয়ন করিয়৷ কলিকাতায় সংস্থাপিত করেন। বসাকগণের সহিত বিবাহের আদান প্রদানই,তাহাদিগের উদ্বেত ছিল। বসাকগণও ধনী ছিলেন। তাছাৱা পূৰ্বে আলিবর্দি খাঁর আমলে, ব্যবসায়-ব্যপদেশে মুর্শিদাবাদ, কাশিমবাজার, ঢাকা ও অন্যান্ত স্থানে বাস করিরাছিলেন । শুনিয়াছি, ইদানিশুনকালে কলিকাতার শেঠ ও বসাকগণের সঙ্গে উক্ত স্থানের বসাকগণের বিৰাহদি । চলে না। ইষ্ট-ইণ্ডিয়া-ক্লোম্পানী যখন বর্তমান দুর্গ নিৰ্ম্মাণ করেন, তখন তাহার। শেঠ ও বসাকগণের গোবিন্দপুরের জমির পরিবর্ভে, তাহাদিগকে বড়বাজারে জমি প্রদান করেন। শেঠগণ, এই সময়ে তাহাদের ফুলদেবতা গোবিন্দজীউকে বড়বাজারে স্থানান্তরিত করেন। বড়বাজারে 'স্বৰ্গীৰ বৈষ্ণবাস শেঠের আবাসবাদীর সান্নিধ্যে বর্ধমান টাকশালের নিকট এই মূৰ্ত্তি আজিও দেখিতে পাওয়া যায়। শেঠ ও বসাক্ষগণেন্থ "গ্ধে