পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০০৮ কলিকাতা সেকালের ও একালের। রামস্থশাল এই সমস্ত টাকা প্রভুকে ক্লিয়াইয়া দিতে চাহিলে, প্ৰভু মদনমোহন বাবু, তাহার সততা, দর্শনে অতীব সস্তুষ্ট হইয়া তাহাকে সমস্ত টাকা দান করেন । এই টাকাই রামদুলালের ভবিষ্যৎ সৌভাগ্যের ভিত্তি। অতঃপর রামদুলাল আমেরিকার সওদাগরগণের এজেন্ট এবং কলিকাতার অনেক সওদাগরের বেনিয়ান হইয়া প্রভূত অর্থ উপার্জন করেন । রামছুলাল'অশেষ সদগুণ সম্পন্ন ছিলেন। তাহার ধৰ্ম্মপ্রবৃত্তি ও দানশীলতা অসাধারণ ছিল। মাগ্রাজেয় দুর্ভিক্ষের সময়, টাউনহলের মিটিংএ তিনি সৰ্ব্বসমেত নগদ এক লক্ষ টাকা দান করেন। হিন্দু-কলেজ নিৰ্ম্মাণকালে, তিনি ৩০,০০০ টাকা দান করিয়াছিলেন । কাশীতে ত্ৰয়োদশ শিবমন্দির প্রতিষ্ঠা করিতেও তাহার ২২২০০০ টাকা ব্যয় হয় । ৭৩ বৎসর বয়সে পক্ষাঘাত রোগে তাহার মৃত্যু হয়। তাহার পুত্ৰগণ লক্ষ টাকা ব্যয়ে তাহার শ্রাদ্ধ সম্পন্ন করেন। রামদুলালের দুই বিবাহ। প্রথমা পত্নী নিঃসন্তান , অবস্থায় পরলোক গমন করেন। দ্বিতীয়া পাচটা কন্যা এবং আশুতোষ ও প্রমথনাথ নামক স্কুইটা পুত্রের জননী ৷ আশুতোষ ও প্রমথনাথ ( সাতু বাবু ও লাটু বাৰু) সৰ্ব্ববিষয়ে পিতার নাম রাখিয়াছিলেন। তাহারা নানা সৌখীন কার্য্যে প্রভূত অর্থ ব্যয় করাতে, কলিকাতা-অঞ্চলে “বাবু” নামে অভিহিত হইয়াছিলেন। তখনকার বাবুর অর্থ বৰ্ত্তমান কালের বাবুর অর্থ হইতে বিভিন্ন ছিল। তাহদের মত বাবু —তখন খুব অল্পই ছিল। সাতুবাবুর পুত্র গিরীশচন্দ্র পিতার জীবদ্দশাতেই দুইটা কস্তা রাখিয়া পরলোকে যান। সাতুবাবুর দুইটা কস্তা ছিল। একজন—চারুচন্দ্র ও শরচ্চন্দ্রের জননী ও অন্তটি রাম-বাগানের উমেশ্চন্দ্র দত্তের পত্নী। প্রমথবাবুর দুইটি বিধরা পত্নীর প্রত্যেকুেই এক একটি পোষ্যপুত্র গ্রহণ করেন। তাহাদিগের নাম—মন্মথনাথ ও অনাখনাথ। রামদুলাল দের বিশাল সম্পত্তি, তাহার বংশধরগণের অপরিমিত খরচাদির জষ্ঠ পূৰ্ব্বাপেক্ষ কতক কমিয়া গিয়াছে। কথিত আছে, প্রাতঃস্মরণীয় রামদুলাল দে মহাশয় ১ কোটি ২২ লক্ষ টাকা রাখিয়া যান। রামস্থলাল যেমন অতি নিঃস্ব অবস্থা হইতে স্বাবলম্বন ও ভাগবিলে, কোটাপতি হইয়াছিলেন, তেমনি নানাবিধ সৎকার্ষ্যে দেবমন্দির প্রতিষ্ঠায় পূজা পাৰ্ব্বণে ও অন্যান্ত লোকহিতকর কাৰ্য্যে অসংখ্য অর্থব্যয় করিয়া, নিজের নাম চিরস্মরণীয় করিয়া রাখিয়া গিয়াছেন। বর্তমানে বাৰু অনাখনাথ দেব, এই দেববংশের মানসম্মম রক্ষা করিয়া আসিতেছেন। তিনি একজন দানশীল, স্বধৰ্ম্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ হিন্দু-ও কায়স্থ কুলের রত্নস্বরূপ। . .