পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০১২ কলিকাতা সেকালের ও একালের । উপাধিরূপে দাড়াইয়াছে। এখন এই ঠাকুর শঙ্কটা ইংরাজীর স্রোতমুখে Tagore এ পরিণত হইয়াছে। * , দর্পনারায়ণ সেকালের যুগে, একজন কৃতবিদ্য সস্ত্রাস্ত ব্যক্তি ছিলেন। তিনি ইংরাজী ও ফরাসী ভাষা খুব ভালরূপ জানিতেন। তিনি তদানীন্তন ফরাসী-গবর্ণমেণ্টের অধীনে দেওরানী চাকুরী ও স্বাধীন ব্যবসায় প্রভূতি স্বারা প্রচুর বিত্তসম্পন্ন হন। এই সময়ে নাটোরের জমীদারী সমূহ বিক্রীত হইতে আরম্ভ হওয়ায়, দুপনারায়ণ রঙ্গপুরে এক জমীদারী ক্রয় করেন। দর্পনারায়ণ দুই সংসার করিয়াছিলেন। তাহার প্রথমা পত্নীর গর্ভে রাধামোহন, গোপীমোহন, কুষ্ণমোহন, হরিমোহন, পিয়ারীমোহন বলিয়৷ পাচপুত্র হয়। কোন কারণে বাধ্য হইয়া, রাধামোহন ও কৃষ্ণমোহনকে তিনি বিষয় হইতে বঞ্চিত করেন। পঞ্চম পুত্র পিয়ারীমোহন বাকৃশক্তি হীন ছিলেন । অন্যান্য দান ব্যতীত বিশহাজার টাক। তিনি দেব-সেবার জন্য বন্দোবস্ত করেন । সম্পত্তির বাকী অংশ তিনি সকল পুত্রকেই সমান ভাগে ভাগ করিয়া দিয়া যান । দর্পনারায়ণের দ্বিতীয়পুত্র গোপীমোহন, পুত্র সৌভাগ্যে বড়ই যশস্বী হইয়াছিলেন । র্তাহার বংশধর হরকুমার ও প্রসন্নকুমার ঠাকুর বঙ্গদেশের উজ্জ্বলরত্ব। এই হরকুমারের পুত্রই স্বনামখ্যাত মহারাজা স্যর যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর ও রাজা স্যর সৌরীন্দ্রমোহন ঠাকুর । প্রসন্নকুমারের জ্ঞানেশ্রমোহন বলিয়া এক পুত্র জন্মে। গোপীমোহন ঠাকুর, মহা সমারোহে দুর্গোৎসব করিভেন । সে কালের অনেক পদস্থ ইংরাজ, এমন কি গবর্ণর-জেনারেলগণও এই উৎসব ক্ষেত্রে আমন্ত্রিত হইতেন। সুপ্রসিদ্ধ ডিউক অব ওয়েলিংটন, এক বার এই পূজাক্ষেত্রে আহূত হইয়া নৃত্যগীতাদি । উপভোগ করিতেছিলেন, এমন সময়ে টানা-পাখার দড়ী ছিড়িয়া যাওয়ায়, পাখাখানি মহাবেগে নীচে পড়িয়া যায় । সৌভাগ্য ক্রমে, জেনারেল-সাহেব এই দৈব বিপদজনিত আঘাত হইতে বড়ই বঁচিয়া গিয়াছিলেন। গোপীমোহন সংস্কৃত ভাষার শিক্ষাবিস্তার কল্পে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। অনেক ব্রাহ্মণ-পণ্ডিত ও ঘটকর্তাহার নির্দিষ্ট বৃত্তিতে নিয়মিতরূপে প্রতিপালিত হইতেন। সঙ্গীতালোচনায় তাহার একটা স্বভাবসিদ্ধ অনুরাগ ছিল। পশ্চিম প্রদেশের লক্টে;&#ষঙ্গলিয়র, বারাণসী, আগর,দিল্লী প্রভৃতি