পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ) e పిసి লোকের জাতি যাইত। কিন্তু স্বাধীনচেত দ্বারকানুথ, সমাজ শাসনের ভয়ে, এ কার্যো পশ্চাদপদ হন নাই । দ্বারকানাথের এই সৎসাহস দেখিয়া, সেকালের ইংরাজের টাউনহলে এক প্রকাও সভা করিয়া, তাহাকে এক অভিনন্দন পত্র দেন। বিলাতে গিয়া, তিনি - তদ্রুশবাসিগণের বিশেষ সন্মানভাজন হইয়'ছিলেন । ইষ্টইণ্ডিয়া-কোম্পানীর ডাইরেক্টরেরা, তারাঁর সন্মানের জন্য একটা প্রতি-ভোজ প্রদান করেন । ইংলণ্ডেশ্বরী মহারাণী ভিক্টোরিয়াও, দ্বারকানাথকে তাহার রাজ-প্রাসাদে একদিন ভোজের আয়োজন করিয়া নিমন্ত্রণ করেন। মহারাণী তথন বাকিংহাম-প্রাসাদে থাকিতেন । সুতরাং এই প্রাসাদেই ভেgজর আয়োজন হয়। তাছার পূৰ্ব্বে আর কোন বাঙ্গালিই এরূপভাবে রাজসম্মান লাভ করেন নাই। বড়মান্বষীর জন্য দ্বারকানাথ বিলাতে “প্রিন্সস্বারকানাথ” বলিয়৷ সৰ্ব্বসাধারণে পরিচিত হন। ভারতেশ্বরী ভিক্টোরিয়া উছকে সেই ভোজের দিনে মুদ্রিত, কয়েকট নূতন বিলাতী স্বর্ণ-মূদ্র উপতার স্বরূপ প্রদান করিয়াছিলেন । প্রত্যাগমন ক’লে,“তিনি দ্বারকানাথকে উছার স্বামী প্রিন্স আলবার্ট ও তাঙ্গার নিজের একখানি ছবি উপহাররূপে প্রদান করেন। সেই ছবি এখনও কলিকাতা টাউনহলে আছে ; দ্বারকানাথ, কেবল যে ভারতেশ্বরী ভিক্টোরিয়ার নিকট সমাদৃত হইয়া ছিলেন, তাহী নহে। রোমনগরীতে ভ্রমণ ব্যপদেশে উপস্থিত হইলে, তিনি রোমান-ক্যাথলিক ধৰ্ম্ম-সম্প্রদায়ের সর্বজনীন ধৰ্ম্মগুরু, পোপের সহিত সাক্ষাৎ করেন। বলা বাহুল্য, পোপ মহাসমাদরে তাহাকে সম্বৰ্দ্ধনা করিয়াছিলেন। ফ্রান্সের অধিপতি লুই ফিলিপের দরবারেও, বাঙ্গালী দ্বারকানাথ মহা সমাদরে পরিগৃহীত হন। দ্বারকানাথ ইউরোপ ভ্রমণ করিয়া স্বদেশে ফিরিয়া আসিলে, মেচ্ছার গ্রহণ ও স্লেচ্ছদেশে বাস হেতু প্রায়শ্চিত্ত করিবার জন্য, পণ্ডিতগণ কত্ত্বক আমুরুদ্ধ হন, কিন্তু তিনি প্রায়শ্চিত্ত করেন নাই। দ্বারকানাথের ব্যয়েই স্বৰ্য্যকুমার চক্ৰবৰ্ত্তী ( পরে গুডিভ চক্ৰবৰ্ত্তী) পাশ্চাত্য চিকিৎসা বিদ্যাশিক্ষার্থে সৰ্ব্বপ্রথমে বিলাতে গমন করেন । t e ইহার পর দ্বারকানাথ ১৮৪৫ খৃঃ অব্দে, দ্বিতীয়বার বিলাত যাত্রা করেন। এবার তিনি, তাহার কনিষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ ঠাকুর, ভাগিনের নবীনচন্দ্র মুখোপাধ্যায় ও র্তাহার ইংরাজ-সেক্রেটারিকে সঙ্গে লইয়া বিলাতে যান। পথিমধ্যে কায়রে-নগরীতে তিনি মহম্মদ আলি পাশার দদুবরে সন্মানিত