পাতা:মুরলী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
রূপোন্মাদিনী।
কালেংড়া—একতালা।

কেনরে যোগীরে হেরে
অনঙ্গে অঙ্গ শিহরে।
জ্বর জ্বর কলেবর
ও বর আঁখির শরে।
হেরিয়া ও যোগীবরে
শ্যামরূপ মনে পড়ে
কি আছে উপায় সখি বল বল রে


ভিক্ষা।
রামকেলী—আড়া।

মান ভিক্ষা দেহ রাধে।
সাজিয়াছি যোগী, সখি,
আমি কি গো সাধে।
মান ভিক্ষা দেহি মে মানময়ি,
কুরু মে কৃপাং রাধে;
“স্মর গরল খণ্ডনং
মম শিরসি মণ্ডনং
দেহি পদপল্লব মুদারম।”
বাদ নাহি সাধ প্রেম সাধে।