পাতা:মুরলী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
৪৫
৪৩
পুরুষ ও প্রকৃতি।
মিশ্র বেহাগ—একতালা।

মৃদুল মধুর ললিত হাস
বদন চন্দ সুষমা রাশ
জিনিল তনু দামিনী;
হরিণ নয়না ক্ষীণ কটি,
পীন্ধন চারু নীলিমা ধটী,
উরু গুরু, ভীরু কিবা গজ গামিনী!
ললিত যুগল কুচ রুচ,
উজল কনক শিখর উচ,
মদন মোহন মনমোহিনী।
ভাবে ঢল ঢল কিশোরী রাই,
বিশ্বে তাহার তুলনা নাই,
বিহার-রঙ্গে রঙ্গিনী।
নীলিম গগনে চন্দ্রিকা হাসি,
তারা মালা সহ পড়িল খসি’,
লুকা’ল চরণ নখর কোণে।
মরি শ্যামাঙ্গে মিশিল
শ্যাম—বিনোদিনী।