পাতা:মুরলী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
মুরলী।
৪৪
প্রেম ভিক্ষা।
মিশ্র পিলু—যৎ।

গাহিতে ব’লনা গান—
আমি যে গো জানিনা:
সাধনার সুরে আমি
কখনও ত’ সাধিনা।
যে গানে কামিনী কুল,
ত্যজি’ অনায়াসে কুল
আপনা হারা’য়ে সবে
জুড়াইল যাতনা:
যে গানে মজা’ত কালা
ব্রজ কুল ললনা—
সে গান গাহিতে সখি
আমি ত গো জানিনা।
প্রাণে প্রাণে ভালবাসি,
গোপনে গোপনে আসি,
প্রেম-ফুল রাশি রাশি
পরাইব বাসনা।
শিখিনি গাহিতে গান,
শিখেছি গো দিতে প্রাণ,