পাতা:মুরলী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
৪৯
৪৯
নামের নাহিক তুলনা।
টৌড়ী-ভৈরবী—একতালা।

আমি—ধ্যান ও ধারণা করিতে পারিনা,
তা’ বলিয়া নাথ দেখা কি পাবনা—
দাওহে নয়ন, হেরি শ্রীচরণ
নতুবা যে প্রভো বাঁচিনা॥
ভকতি শকতি বঞ্চিত আমি
কি গুণে তরিব বলনা,
কলুষ-পূরিত হৃদয় আমার
জড়িত পাপ-কামনা॥
তোমারে সাধিতে ভুলিনু দীনেশ
বিফল সকল সাধনা,
তরিব তথাপি তোমারি নামেতে
নামের নাহিক তুলনা॥