পাতা:রজত-গিরি.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রজত-গিরি । , ( মোহক দৈবজ্ঞকে লইয়া পুনঃপ্রবেশ ) মোহক । (স্বগত) সুঘটনা বলি এরে—হয়েছে সুযোগ । উদ্ধত সে রাজপুত্র আমার উপরে বরিষেছে নানাবিধ অপমান-রাশি, প্রতিশোধ দিতে তাঁর এই তো সময় । স্ত্রীকে নাকি রাজপুত্র বড় ভালবাসে ? শুধ-শুদ্ধ আমি এবে করিব আদায় হরি' তার প্রাণ। ( প্রকাশ্বে ) এবে শোন মহারাজ দাসেরেকরিবে মাপ, সত্য-অনুরোধে শুনিতে যদ্যপি হয় অপ্রিয় সংবাদ । তব স্বপ্ন স্বচে’ যাহা শোন গো রাজন-- চক্রান্ত করিবে শক্র তোমার বিরুদ্ধে, পদে পদে বিপদ ঘটিবে ক্রমাগত, অবশেষে মৃত্যু আসি গ্রাসিবে রাজন। রাজা | সত্যই কি হবে হেন ? নাহি কি উপায় খণ্ডিতে অশুভ এই, আচার্যামশায় ? মোহক । একটি উপায় আছে, শুন গো রাজনৃ— কঠোর অদৃষ্ট তাহা করিছে আদেশ।