পাতা:রজত-গিরি.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । HI AAAAAAAS S ASAAAA AAAA AAAA AAAAAS SAAAA SAS A SAS SSAS SSAS SSAS A SAS S S S S S S S S S S S ( সন্তানের প্রতি ) নির্দোষের প্রতিমূৰ্ত্তি হৃদয়-রঞ্জন! জন্মশোধ হৃদে ধরি আয় বাছা তোরে । আরো আয় বুকে ঘেঁসি—জুড়াকৃ হৃদয়! প্রকৃতির শুভ্র উৎস মাতৃস্তন হ’তে পান কর বাছা এই শেষ বার তরে। কেমনে ছাড়িব তোরে ?--জনকেরে তোর ? কি যে জালা জলে হৃদে বলিব কেমনে, বিধাতা গো, কেন এত আমা’পরে বাম ? এত কেন ষড়যন্ত্র অবল-বিরুদ্ধে ? আমি যে বাসি গো ভাল প্রাণের সমান স্বামী-পুত্ৰ-ধনে, বল’ কেমনে এখন ছাড়িয়া উভয়ে যাই ফিরিয়া স্বদেশে একটি না দিয়া শেষ-বিদায়-চুম্বন ? "র্কেদ না কেঁদ না বাছা—যাইবার আগে পূর্ণ বক্ষ হতে দুধ গালিয়া পাত্ৰেতে, তোর তরে আমি বাছা যাইব রাখিয়া । যে ফুলে মালিকা গাথি পরি গো খোপায়— তা চেয়ে সুন্দরতর আমার যে নাথ, আসিবেন ফিরি যবে—বলিবেন আর, “কোথায় দামিনী মোর”—বলি তাহারে, তারি তরে সহিলাম এ সব যন্ত্রণ |