পাতা:রজত-গিরি.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8O রজত-গিরি। " “vハ 〜ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ ~ ৬ষ্ঠ দৃশ্ব —রজত-গিরি-রাজের প্রাসাদ। ( রাজা আসীন—কোমল বাদ্যের সহিত দামিনীর প্রবেশ ) রাজা | এ কি ! দেখি পুনঃ কি রে আমার দামিনী ? বল বছা বল’ বল', বন্দী ছিলে যবে মর্ত্যমাঝে, কি উপায়ে পলাইলে হেথা ? দামিনী । পিতা গো ! পূৰ্ব্বজন্মে করেছি স্বকৃতি পাঞ্চাল-কুমার-সাথে একত্র মিলিয়া, তাই বুঝি এ জনমে বিধির-বিধানে ভাগ্যবতী পত্নী হ’মু মুধচু রাজার। কিন্তু মুখ ক্ষণস্থায়ী—বীরশ্রেষ্ঠ স্বামী দেশবৈরী নাশিবারে গেলা ফেলি মোরে । স্বামীর আশ্রয়-ছায়া হীরালাম যেই— রাজা তার পিত, শুনি কুলোকের বাণী, কালী-কাছে বলি মোর করিলা আদেশ । এই কথা শুনি আমি, সময় বুঝিয়া পলায়ে এলাম হেথা শ্রীচরণ-তলে ।