পাতা:রজত-গিরি.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8× AASAASAASAASAASAAMSAS SSAS -- - -- রাজা । পাত্র মিত্র অনুচর। করহ প্রস্তুত কুমারীর থাকিবার যোগ্য আয়োজন। দাস দাসী একদল কর নিয়োজিত, কটাক্ষে পালয়ে যেন উহার আদেশ । মন্ত্রিগণ । রাজ-আজ্ঞা শিরোধার্য্য করিলাম সবে । ( প্রস্থান ) ৭ম দৃশ্য —পাঞ্চল-প্রাসাদের বহিঃ-প্রাঙ্গণ। পরিচারিকাগণের নেতা হইয়া মালার প্রবেশ ) মালা । ওলো সহচর তোরা ! শো বলি কথা, জয়ী রাজপুত্র দেশে এসেছেন ফিরি, গুয়া পান আর ভাল খাবার করিয়া আয় গিয়া ভেট দেই তার পদতলে । ( সেনানায়কগণ সমভিব্যাহারে রাজকুমারের প্রবেশ ) রাজকুমার। দমনিয়া শক্রদলে অতুল প্রতাপে, প্রতিমুহু ভাবিতেছি কখন আবার