পাতা:রজত-গিরি.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8ፃ ASJMAMMAMAAASAAAAASA SAAAAS তাহার সন্ধানে কভু হব না বিরত। স্বৰ্গ মর্ত্য যদি গো বা রসাতলে যায়, ইন্দ্রদেব হানে যদি বজ্র মম শিরে, ত তবু আমি খুজিব প্রিয়ায়। রেখে না আটকি’ মোরে ওগো তপোধন, ব’লে দাও কোন পথে গিয়াছেন প্রিয়া । সন্ন্যাসী । যাবে যদি যা ও তবে—কিন্তু গো কুমার, যাইবার আগে লও অঙ্গুরিটি এই— দিয়াছেন প্রিয়া তব—আর এই শিকড়, নিৰ্ব্বিস্তু করিবে তোমা বিঘ্নময় পথে, পূর্ণ করিবেক তব সৰ্ব্ব মনোরথ । ৰহু দূর পথ তব—পথের মাঝারে ভীষণ দৈতোর হাতে পড়িবে প্রথম, তার পরে পাবে এক অরণ্য দুর্গম । শেষে দ্রব-ধাতু-স্রোত পাইবে গো পথে, সৰ্প-দৈত্য এক যেথা রহে অবিরাম । এ সমস্ত বিঘ্ন হ'তে হঠলে গো পার, বহুদূরে নেহারিবে শিমুলের গাছে— সাম্রোক-যুগল এক। উড়িলে তাহার, অমুসরি গতি তার পাবে সেই গিরি।