পাতা:রজত-গিরি.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(R রজত-গিরি । সপ্তম পরিচারিকা । সুন্দর যুবক ওগো—আইস নিকটে, অক্ষম তুলিতে কুম্ভ-দাও গো তুলিয়া। (রাজকুমারের কুম্ভ উত্তোলন ও তন্মধ্যে অঙ্গুরী নিক্ষেপ ) ( প্রস্থান ) ১১শ দৃশ্ব —দামিনী রাজকুমারীর ঘর। (সহচরী-সমভিব্যাহারে হাত ধুইতে ধুইতে কুম্ভ মধ্যে রাজকুমারীর অঙ্গুরী দর্শন ) দামিনী । ওমা! একি ! ওমা! একি ! একি হ'ল মোর ? উলট-পালট চিন্তা—দেহ মন দুই অসাড় অবশ-প্রায় ; প্রাণনাথ মোর এত দিন পরে বুঝি আইলেন হেথা । —ধন্ত বীরপনা তব ! কি অধ্যবসায় ! অতিক্ৰমি সব বাধা উতরিলা আসি আমার নিকটে ; কি না য'হেছেন নাথ আমার উদ্দেশে—তাই ভাবি আমি মনে । (ধৰ্ম্মরাজের প্রবেশ ) রাজা । কেন বাছা মান-মুখ দেখি গো তোমায়, বজাহত লতা যেন লুষ্ঠিত ধরায় ?