পাতা:রজত-গিরি.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g3 রজত-গিরি। রাজা | আনো তারে ত্ববা করি দরবার-গৃহে। ( প্রস্থান بی بی - ، ، ، ، ، ، ، ۹ ما میم مس - مس - ১২শ দৃশ্য —প্রাসাদস্থ দরবার-শালা । ( সিংহাসনে রাজা আসীন—মন্ত্রিগণ-সমভিব্যাহা:ে রাজকুমারের প্রবেশ ) রাজা । কে তুমি যুবক ওগো-রূপ-গুণবান, সিংহসম মুসাহসী,-কিবা মন্ত্রবলে আসিয়া পড়িলে এই রজত-ভূধরে ? সমস্ত খুলিয়া বল—কোরো না গোপন। রাজকুমার। বলি শোন মহারাজ, পাঞ্চলের রাজা —র্তাহার তনয় আমি,—উত্তরাধিকারী। পূৰ্ব্বজন্ম-মুকুতির শুভ পুণ্যফলে পত্নীরূপে লভি তব চারু দুহিতায়, সে মিলনে জন্মিয়াছে পুত্ররত্ন এক ; কিন্তু তামাদের সুখ অতি ক্ষণস্থায়ী ।