পাতা:হোমশিখা.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা கஇ. ওঁ । সমাজ, ধৰ্ম্মের বিধি, মমতা শিখায় যদি, তবে তা’র আছে স্বার্থকতা ; নহে, শাস্তি’ অর্থহীন—স্বপনের কথা । হেথায়, মানব মনে, অনন্ত পিপাসা ; জানি না মিটে না কেন হায়,— তাই চাহি চিরদিন জ্ঞানের আলোক, দ্বেষ-বহ্লি শুধু অন্তরায়। এক বিন্দু ক্ষম যদি নিবায় বিদ্বেষ-ব্যাধি— বিশ্বে যদি শান্তি আসে ফিরে, সরল জ্ঞানের পথ হবে ধীরে, ধীরে। তাই শাস্তি সুনিৰ্ম্মল স্বর্গের কিরণ, তাই ক্ষমা মনের ভূষণ ;– নীতি-কথা, একতার এত সমাদর, তাই বুঝি ‘ধৰ্ম্ম মহাধন ! झुल्लीङ्ग भनिन् भन, পাছে, বেধে উঠে রণ, বিধি বাধা তাই শত শত ; . বিশ্বের রহস্ত, নহে, রহিবে অজ্ঞাত ॥২ S8