পাতা:হোমশিখা.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>సి যেমন, গেছে, মুছে গেছে इउिं ; কোন পুণ্যবান রেখে গেছে গৌরব-নিশান, বাজায়ে বীণার তারে নব নব গান, বাজায়ে সে জ্ঞানের বিষাণ ; দারুণ তৃষ্ণায় জলি’ বিক্ষত চরণে চলি’ আনিয়াছে পিপাসার জল, রেখে গেছে দিব্য ফল—বিশ্বের মঙ্গল। হে সবিতা, দিন দিন এ বিশ্ব ভুবনে,— শিক্ষাদাতা—পিতার মতন বিতরিছ স্নেহ সনে—সুতীব্র কিরণ— জ্ঞান-ধন—অমূল্য রতন। আর স্নেহময়ী ছায়া,— হৃদয়ে মায়ের মায়া, পিছে তব ফিরে অনুক্ষণ, ঘুচাতে ধরার ব্যথা—মুছা'তে নয়ন। যাই তবে, সন্ধ্যা আসে,—হয়েছে সময়,— অন্ধকার পক্ষ করে নত ; ঝিল্লীরব-ঢালে বুঝি সুষমা-সঙ্গীত, * ७ई-७ई-७ई cशंi निब्रङ ।