পাতা:হোমশিখা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 হোমশিখা ৷ (Gممممہیہ تہہہ مہ�) আদিকাল হ’তে, আজ, ' এল গেল কতদিন ; কত ছবি, কত সাজ, क्रउ ८थम श्रांनि-अरुशैनं ! হে মায়াবী ! দিব্য-কলেবর । , প্রেম-সোম! অক্ষয়-অমর! দাও মোরে আজিকার মত মনোমত সুন্দর স্বপন ;– যা কিছু রয়েছে অবিদিত, যত কিছু আকাঙ্ক্ষার ধন ; আমার সন্তাপ হর, তীর্থ-বারি ঢালি শিরে, আমারে সম্রাট কর স্বপনের অবাধ মন্দিরে, জ্ঞানে যাহা হয়ে আছে বোঝা, প্রেমের পরশে হ’ক সোজা । আশ্বিনের ঝটিকা সমান, ভ্রষ্ট করে-নষ্ট করে সব উন্মাদ শোকের অভিযান, পরিণত ব্যযনে উৎসৰ ;