পাতা:হোমশিখা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$4t. মত্তজনে তত্ত্বকথা বৃথা হ’বে অপব্যয়, ঔষধ বিহনে ব্যথা ঘুচেনাক’ শুধু ব্যবস্থায় ; হারানিধি—ঔষধ অমোঘ, এনে দাও-দুরে যাক রোগ। " এনে দিবে হারা-মর-ধন হেন জন পাব গো কোথায়, আন সোম আনগো স্বপন— স্বপ্ন জানে—তাহারা যেথায় ! কত কথা বলিবার বাকী যে রয়েছে হায়, অীয় স্বপ্ন একবার ল’য়ে চল তাহারা যেথায় ; ওহে সোম ! স্বপন-দেবতা ! জান তুমি তাহাদের কথা। এখনি—এখনি প্রাচীমূলে দেখা দিবে তপন করাল, কাটা সম কর্কশ আঙুলে ছিন্ন করি স্বপনের জাল ; @r NS)