পাতা:হোমশিখা.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(or (G۔ সৰ্ব্বংসহা ! অয়ি সৰ্ব্বংসহা! নমস্তে ধরণী ! নমস্কার, একমুখে যায় না গো কহ। তাই মাতা বলি শতবার,— মনস্কাম পূর্ণ কর আমা সবাকার ; পূর্ণ নর দেখা, মা আমার, মরধামে দেব অবতার7 ঘরে ঘরে দেবের স্বভাব,— জ্ঞানে প্রেমে শৌর্য্যে সমন্বয় ; ঘরে ঘরে সত্যের প্রভাব একেশ্বর প্রভু যেন হয় ; শক্ত বাহু, মুক্তকণ্ঠ, উন্মুক্ত হৃদয়, হয় যেন জননী সবার ; . জনে জনে দেব অবতার । ত্ৰিশক্তিতে পূর্ণ কর প্রাণ, কর মাতা জনম সফল, দেবত্ব মানবে কর দান, স্তন্তে কর শরীর সবল, জ্ঞানে পুষ্ট, প্রেমে তুষ্ট, সজীব সচল ; শৌর্য্যে—কর প্রতিষ্ঠা সবার, ত্রিপর আসনে পুনর্বর! o