পাতা:হোমশিখা.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বহিতেছ দুৰ্ব্বাসার শাপবাক্য তুমি, বহিতেছ সীতার রোদন, বহিতেছ রাবণের লালসার শ্বাস, ভীমের সে প্রতিজ্ঞা ভীষণ ! ভীষ্মের অটল বাণী, শকুনির কাণাকাণি, গান্ধারীর ক্ষুব্ধ হাহাকার ! তোমারে বিদীর্ণ করি ছুটেছে চীৎকার! বহ তুমি উচ্চ নীচ ক্ষুদ্র মহতের - অন্তরের সাগ্রহ প্রার্থন,— কিন্তু কোন দেশে হায়! কিন্তু সে কোথায় ? বল মোরে, শুনিতে বাসন; এই যে ক্রনন-ধ্বনি, , নিত্য আসিতেছ শুনি ' প্রতীকার কি করিছ হায় ? হৃদয় কি জেগে আছে মিথ্যা প্রতীক্ষায় ! দর্পহার ক্ষুদ্র তৃণ খেলে তোমা সনে, আয়ু তার নাহি লও কাড়ি’ কিন্তু যেই বৃক্ষ তোলে মন্তক গগনে, ফেল তারে সমুলে উপাড়ি । ।