পাতা:হোমশিখা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। Cഹn অসহ্য সে অক্ষমের পরে অত্যাচার ; রাজ্যেশ্বর, পথের ভিখারী,— সমান স্তায়ের চোখে ; মানুষ সবাই ; অধিকার সমান সবারি। ওই কথা নিশিদিন গাহিতেছে মনোবীণ, ওই কথা প্রচারি ভূতলে ; আমি শুধু কন্ধর প্রহারি গিরিদলে। দংশকের আক্রমণে অস্থির কুঞ্জর, ক্ষয় গিরি কঙ্কর আঘাতে, ভেঙে পড়ে হর্বাচুড়া শব্দের সংক্ষোতে, ক্ষয় শিলা বিন্দু বারি পাতে! ক্ষুদ্র করে মহাকাজ, . ক্ষুদ্র দিতে পারে লাজ— জ্ঞান বৃদ্ধ হয়ে প্রবীণেরে! পরাজিল শিশু রাম প্রৌঢ় ভার্গবেরে! ছাড় তৰে তপ্তশ্বাস, এলয় বার্তাশ, আমি সাথে চুটাই জাগুণ, দাবানলে দগ্ধ হ'ৰ মিখালোবার, তুমি আমি আজি সমগুণ ! ՊՎ,