পাতা:হোমশিখা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হায় বায়ু, দৰ্প তরু শুষ্ক পত্র ফেলি’ তোমারেও করে উপহাস! কোথা রহে দৰ্প তা'র, সে রহে কোথায় ছাড় যবে প্রচণ্ড নিশ্বাস । ইচ্ছা করে তোমা সম জন্ম পেতে, নিরুপম । ঝড়ে ঝড়ে কাটাতে জীবন। হ’ক সে শোভন কিবা হ’ক অশোভন ! কতদিন ফিরিব হে সংসারের মাঝে— গণি’ গণি’ চরণ ফেলিয়া ? কতকাল যাবে আর ভাবিয়া চিস্তিয়া— ছেলেখেলা প্রত্যহ খেলিয়া ? বঁাচাই সকল দিক, তবু সে হয়না ঠিক, কিছুতেই নহি নিরাপদ ; বঁশিরী বাজাই সপশিরে রাখি পদ ! সৰ্ব্ব স্বার্থ পণে কেন মানুষের প্রেম কার্য ভাগ্যে হয় সে কপট । যন্ত্রণা-মরণ পণে গর্ভের বহন, পুত্রমুখ দর্শন দুর্ঘট । ማህሥ