পাতা:হোমশিখা.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 دسمہمہمصمصاص تصہé) " সিন্ধু। হে রহস্ত-নিকেতন! সিন্ধু মুমহান! হে ভাস্কর-করোজ্জল জল । পরিয়া হিরণ্য দ্রাপি বিরাট শরীরে, কর গান আনন্দ বিহবল ! অতলান্ত, নিত্যতম:, গৃঢ় তুমি মৃত্যু সম, ইহলোকে পরলোক তুমি! হে সমুদ্র! অদ্ভুতের নিত্য-লীলাভূমি ! ছায়া সম—স্বপ্নোপম প্রজাগণ তব চিরকাল নিঃশব্দ নিৰ্ব্বাক । জল-গুল্ম ধরে, মরি, সচল-স্বভাব রাজ্যে তব,—অবাক, অবাক ! অসিচঞ্চু কেহ হায়, কেহ চলে অষ্টপায়, একাধারে ধরে নানা রস । স্বচ্ছ-মুপিচ্ছিল তনু তরুণ-পরশ !