পাতা:হোমশিখা.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిగి হাঙ্গর কুম্ভীর মাঝে আমি জানি রত্ন আছে, তমোময় ! হে রহস্যময় ! পুরাতনে ভাঙি', গাও, নূতনের জয়। পুরাতনে চূর্ণ করি ডুবাও সলিলে, বহুদিন খর সূৰ্য্যতাপে— দহিছে সে ;–স্থান তারে দাও নিজ বুকে, * দহিছে অন্যায়-মহাপাপে ! নুতন স্তায়ের দেশ– গড় তুমি, উৰ্মিকেশ ! সেথা পুনঃ দেখিলে অন্যায়,— ভেঙে দিও-ডুবাইও—প্রচণ্ড বন্যায়। আজি বিশ্বে বিতরিছে দক্ষিণ পবন পুপগন্ধি ধরার নিশ্বাস; দূর দেশ হতে যারা আসিছে বাহিয়,— শ্রান্ত প্রাণে লভিল আশ্বাস ! মজ্জমান ভগ্ন-পোতে অসহ্য লবণ স্রোতে লভি যেন সলিল স্বস্বাদ– নাবিকের মন লভে কুলের সংবাদ !