পাতা:হোমশিখা.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। •-e হা অনন্ত অর্ণধারের গ্রাস ! হা আলো-খেলানা আঁধারের ; অসত্যের মাঝে করি বাস, হায় হায় কি হ’বে সত্যের । গ্রহ, রাশি, স্বৰ্য্য, সোম, জ্যোতিৰ্ম্ময় তারাস্তোম, কতটুকু এনেছে জীবন ? কতটুকু আলোক স্পন্দন ? অপরূপ ! স্বরূপ তোমার তিন লোকে কে পারে বর্ণিতে ? নাহি পাই স্পর্শ সুষমার, নাহি পাই মাধুরী ভূঞ্জিতে ; বর্ণের বিকাশ নাই, গন্ধের বিলাস নাই, নাই নাই সঙ্গীত ঝঙ্কার ;– মুগ্ধ তবু অন্তর আমার ! তবু সে উদগ্রীব হয়ে আছি— মনে প্রাণে স্বস্তি আর নাই, অন্ধকারে হয়ে কাছাকাছি সারারাত ৰসে আছি তাই 5 Şe 8