পাতা:হোমশিখা.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ হোমশিখা ৷ “ (è০৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)০৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)\0 উচ্চে উঠিবেই শিখা দুলুক যতই, নির্মুক্ত নিৰ্ম্মল স্থমহং . আত্মার কাঞ্চনময় রথ তুলেছে পতাকা নীল নীলাকাশে ওই। সে রথে মহিমাময়ী প্রাণময়ী নারী— বিরাজিতা জগতের রাণী ; মূঢ় জড় সদা যুগ্মপাণি চলেছে স্থলিত গতি পিছে পিছে তারি। প্রাণময়ী সুন্দরীর রথচিহ্ন ধরি’ পঙ্গু, মুক, জড় মুক্ত হবে, মুক্ত হ’বে প্রেমের গৌরবে, যা আছে অপূর্ণ আজি উঠিবে তা ভরি’। হৃদয়-মন্দিরবাসী শক্তির প্রেরণা— অনুভব করি নিজ মাঝে, সাজিবে সে অভিনব সাজে, দুরে যাবে ভেদজ্ঞান-অলীক ধারণা।