পাতা:হোমশিখা.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తి) হোমশিখা। இ. లి আগুন সজাগ রাখ, হে উন্নতি কামী ! রহ ধরি’ সাধনার পথ, সিদ্ধ হ’বে তবে মনোরথ, নিদ্রা, তন্ত্রা, ভয় ভুল”—তীর্থ-পথ-গামী ! যুগের সাধনে কিম্বা জনেকের তপে করগত হয় যেই নিধি, সে নিধি রহেনা নিরবধি,— যতন যে জানে শুধু তারে প্রাণ সঁপে। তপস্তানিয়ত চা—িচাহি কালে, কালে, সিদ্ধি হয় তবে করগত – বিক্রমের বেতালের মত চলিৰে নির্দেশ মানি ভূতলে পাতালে! জ্ঞান চাহি হে অনল চাহি মোরা আশ, আশাহীনে শুরু এ সংসার, কৰ্ম্মে জ্ঞানে হৰ্ষ নাহি তা’র, . জন্মমৃত্যু-যন্ত্রবলে যাওয়া আর আসা।