পাতা:হোমশিখা.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। - (gسسسسسسسسس مg তবে কেন হায় জগত জুড়িয়া, এ বিপুল খল-পণ, বেড়া দিয়ে দিয়ে মুক্ত বাতাসে বাধিবার জলপনা ! কৰ্ম্মে যাদের নাহি কলঙ্ক, জন্ম যেমনি হ’ক, পুণ্য তাদের চরণ পরশে ধন্ত এ নরলোক।– হ’ক্‌ সে তাহার বরণ কৃষ্ণ, অথবা তাম্র-রুচি, নিৰ্ম্মল যা'র হৃদয় সেজন গুম্ৰ হ’তেও গুচি। ব্যবসা যাদের রজত মূল্যে নিজ পদধূলি দান, অস্তে উদয়ে ব্যস্ত করিতে আপনার স্তুতি গান, যাদের রূপায় রন্ধন শালে ধৰ্ম্ম পেলেন ঠাই, হায় পরিতাপ ! ত্রিলোক বলিছে তাহদের জাতি নাই ! ভুবন ব্যাপিয়া ম্লেচ্ছ যবন শূদ্র বসতি করে, সাত সমুদ্র তাহাদেরি হায় পাদোদকে আছে ভরে ; বিপুল त्वि এক গও জল পাওয়া আজি शृंह,ধৰ্ম্ম আছেন রন্ধন শালে ;–জাতিটাই নিরুপান্ত্ৰ! ” যাহাজের ছায়া ছইলেও পাপ, পবন অৰ্ব্বাচীন, তাদেরি চরণ বুলি তুলি দেৱ মন্তকে নিশিদিন ; , S8°