পাতা:হোমশিখা.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। હ-০৭:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)~~૭ો. তার বাঁচিবার, তার বাড়িবার অধিকার আছে—আছে; কার’ চেয়ে দাবী কম নহে তা’র এ বিপুল ধরা মাঝে। ধরণীর বুকে আছে সঞ্চিত অমেয় পীযুস-মুধা, বলী দুৰ্ব্বলে ভুঞ্জিবে তাহ, কেহ সহিবে না ক্ষুধা। সবিতা যাহারে করেছে আশীষ, ধরণী ধরেছে বুকে, সে কভু জগতে মরিতে আসেনি,—মরিতে আসেনি ভুখে। নগ্ন মূরতি, হর্ষমুকুল, শিশু আসে ধরাপরে, ঘৃণার পঙ্ক তা’রে মাখায়োনা ওগো পঙ্কিল করে ; রক্তপায়ীর মুখোস পরায়ে তারে নাচায়োন, ওরে, দিয়ে ত্রিপুণ্ড ভণ্ড তাহারে সাজায়ো না হেলাভরে ; মুকুমার হিয়া চরণে দলিয়া মানুষে যন্ত্র করি শুামা ধরণীর পুলকের হাসি নিয়োনা নিয়োনা হরি’ । আহা শিশু হিয়া উছলি উঠিয়া দূরে ফেলে দেয় সাজ, ধনী ও দিনের দুলাল মিলিয়া খেলিতে না মানে লাজ ! আজ’ শোনা যায় হৃদয় নিলয়ে প্রকৃতির মহাবাণী, তাই মাঝে মাঝে যেন থেমে আসে জগতের হানাহানি ; ১৫৫