পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী ૨ (R রাধুনির অপরাধ সে পিতলের পাত্রগুলিকে যথাযোগ্য ব্যবহার করিয়াছে এবং সেইজন্যই তো এত খাটিতে হইতেছে । রন্ধনকারিণী স্বয়ং তখন এই দৃশ্ব হইতে কিছু দূরে একজন বযিয়সী রমণী, সম্ভবত বাড়ির কত্রী অথবা গৃহিণীর, সহিত রাত্রির রান্নার ঘিয়ের পরিমাণ বিষয়ক অত্যন্ত মনোহারী প্রসঙ্গে একটু উত্তপ্ত হইয়া লিপ্ত ছিল বলিয়া বাসনমাজ ঝি তাহার ঐহিক ও পরিত্রিক জীবন সম্বন্ধে যে ভয়াবহ আলোচনা করিতেছিল তাহা শুনিতে পাইতেছিল না । অন্নব্যঞ্জনপ্রস্তুতকারিণী সাধ্বী প্রয়োজনের ঠিক দ্বিগুণ ঘি মাত্র চাহিতেছিল, কারণ নিজের ব্যবহারের জন্য খানিকটা ঘি গোপনে না সরাইলে চলিবে কেন ! . অন্য কোণে রাত্রির আহারের ব্যবস্থা যে লোভনীয়ই হইয়াছে, তাহার প্রমাণস্বরূপ অতি মধুর ঘসঘস শব্দ সহযোগে বঁটিতে মাছ কোট হুইয়৷ পূৰ্ব্বোক্ত ধাৰ্ম্মিক রন্ধনকারিণীর দুঃখের কারণ ঘটাইতেছিল । দালান ও বারান্দায় এদিকে ওদিকে নলিন মুক্তিক-প্রদীপ জালাইয়। ছোট ছোট হাতে ধরিয়া কয়েকটি মনোহর মূৰ্ত্তি নিঃশব্দে না হইলেও মধুর ঝঙ্কার তুলিয়। দ্রুত ঘাতায়াত করিতেছিল ; রূপার মলের রুমুঝুন্ত আওয়াজ এবং কচিং বা ততোধিক মধুর কণ্ঠে তাহাদের পরম্পরকে আহবানের শব্দ কানে আসিতেছিল । সম্পূর্ণ উলঙ্গ এক জোড়া শিশু এই অবসরে নিজেদের বীরত্ব প্রমাণ করার জন্য পরস্পরের চল টানিয়া ছিড়িবার ব্যর্থ প্রয়াস করিতেছিল । এই সমস্ত আবর্জনার মধ্যে তাহাদিগকে বেমানান ঠেকিতেছিল না। ছাদের এক কোণে বসিয়৷ একদল বালিকা সশব্দে আগডুম বাগডুম খেলায় মত্ত ছিল। মাধব ক্ষণকাল হতাশভাবে দাড়াইয়৷ রহিল—এই প্রচণ্ড কলকোলাহলের মধ্যে তাহার কথা শুনিবে কে ? শেষে যখন অসহ হইল, গলাটা যতদূর সম্ভব চড়াইয়া সে বলিল, আরে এই মাগীরা, তোরা থাম দেখি, একটা কথা বলতে দে ।