পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 রাজমোহনের স্ত্রী মাধব এই কথা বলিতে না বলিতে একটান প্রচণ্ড হুঙ্কারে নিশীথ বায়ুমণ্ডল বিদীর্ণ হইল। স্ত্রীলোকের কক্ষাভ্যস্তরে কম্পান্বিতকলেবরে. আতঙ্কিত বিস্ময়ে সেই হুঙ্কার শুনিয়া ভাবিল, বিপদ আসন্ন। পরক্ষণেই চারিদিক স্তব্ধতায় থমথম করিতে লাগিল । মাধব বলিল, আর একবার, আর একবার । আবার সেই হুঙ্কারে নিশীথিনী যেন কাপিতে লাগিল । ইহার প্রতিধ্বনি মিলাইতে না মিলাইতে নির্জন বনভূমি হইতে এক হৃদয়বিদারক আৰ্ত্তনাদ শ্রত হইল, যেন মধ্যরাত্রির অন্ধকারে পিশাচদের উল্লাসধবনি । সেই আৰ্ত্তনাদ কর্ণকুহরে প্রবিষ্ট হইয় শ্রোতাদের শোণিতপ্রবাহ বন্ধ করিয়া দিল । মাধব চীংকার করিয়া বলিল, আবার, আবার, আরও জোরে হাক দাও । তাহার ভয় হইতেছিল পাছে দস্তু্যদলের চীংকারে তাহার লোকজন আতঙ্কিত হইয়া পড়ে । অনুচরেরা সোল্লাসে এবং সোৎসাহে তাহার আদেশ প্রতিপালন করিতে না করিতে পুরানো বাগান হইতে জবাব আসিল । কিন্তু এবার তীব্ৰ আৰ্ত্তনাদ নয়, পলায়নপর দমু্যদলের ক্ষীণ কণ্ঠধ্বনি । তারস্বরে অনেকে চীংকার করিয়া উঠিল, ওরা পালাচ্ছে, ওর পালাচ্ছে —হঠে যাবার শব্দ ওটা । মাধব বলিল, হবে, কিন্তু তোমরা তা ব’লে নিশ্চিন্ত থেকে না— এখনও খাড় থাক । মাধব অনুচরদের সহিত বহুক্ষণ অপেক্ষা করিল, কিন্তু আর কিছু ঘটিল না। মাধব আর একবার তাহার পাইকবরকান্দাজদের পাহারা কড়া রাখিতে ও সমস্ত রাত্রি জাগিয়া থাকিতে হুকুম দিয়া যে দুঃসাহসিনী রমণী তাহাকে আসন্ন বিপদ হইতে রক্ষা করিয়াছে, তাহাকে ধন্যবাদ দিবার জন্য অন্দর-মহলের দিকে অগ্রসর হইল ।