পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বঙ্গ ভাষার ইতিহাস। একটা প্রাচীন ভাষার অপভ্রংশেই উৎপন্ন হইয়াছে। অস্মদেশীয় ইতিবৃত্তগ্রন্থ অতি দুষ্পাপ্য। কেবল মহাকাব্য রামায়ণ ও মহাভারত ভিন্ন আর যাহা কিছু ছিল, অধিকাংশই উপযুপিরি রাষ্ট্রৰিপ্লবে বিশ্বংস হইয়া গিয়াছে। এতদ্ভিন্ন আর যে সমস্ত ইতিহাস সম্বন্ধীয় পুস্তক দৃষ্ট হয়, তাহার অধিকাংশই অসম্পূর্ণ অথবা আশ্চৰ্য্য উপাখ্যান সমূহে পরিপূরিত, বিশ্বাসযোগ্য সার বিষয় অতি অম্পই আছে। কিন্তু যাহা হউক, পূর্বোক্ত বিশ্বাস্য প্রাচীন গ্রন্থদ্বয়ে ভাষা সম্বন্ধে কোন প্রসঙ্গই দৃষ্ট হয় না । এই নিমিত্ত কোন সময়ে এই ভাষার উৎপত্তি হইয়াছে, তাহার মুনিশ্চয়রূপে স্থির করা যায় না। কিন্তু আtমরা বিবেচনা দ্বারা স্পষ্টাক্ষরে বলিতে পারি যে, এই ভাষা-রত্ব, সংস্কৃত-ভাষা-রত্নাকর श्शेতেই উত্তোলিত হইয়াছে। বোধ হয়, সংস্কৃত ভাষাজ্ঞ ব্যক্তি মাত্রেই এ বিষয়ে দ্বিরুক্তি করিবেন না। অতএব এই খনি অন্বেষণ করিলে অবশ্যই ইতিলন্ধ রত্ন সমুহের উৎপত্তি বিবরণ