পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । 6: কিছু ন কিছু অবগতি হইতে পারিবেই পরিবে। অতএব তদন্বেষণে প্রবৃত্ত হওয়া গেল । ইউরোপীয় ভাষাবিৎ পণ্ডিতেরা লিখিয়াছেন যে, অতি পূর্বকালে পুরাতন গোলকাৰ্দ্ধে কেবল তিনটা প্রাচীন ভাষা মাত্র প্রচলিত ছিল। তন্মধ্যে এসিয়া খণ্ডের অন্তঃপাতি ইরান, প্রদেশীয় একটা ভাষা হইতে লাটিন,জৰ্ম্মন,গ্ৰীক,নস,প্রভৃতি ভাষার উৎপত্তি হয় ; এসিয়া খণ্ডের জেনদ ভাষা হইতে উর্দু ইত্যাদি এবং সংস্কৃতের অপভ্রংশে ভারতবর্ষীয় বর্তমান প্রচলিত ভাষার প্রায় অধিকাংশই উৎপত্তি হইয়াছে। তাহার সংক্ষিপ্ত বিবরণ এস্থলে প্রকটিত হইল। যথা,–বর্তমান যে কোন ভাষা যতই সম্পূর্ণাবস্থা প্রাপ্ত হউক না কেন, প্রথমতঃ একেবারে কখনই সেরূপ হইতে পারে না, অপরিণতাবস্থা হইতেই ক্রমে পরিবৰ্ত্তিত হইয়। একটা উৎকৃষ্ট ভাষা মধ্যে পরিগণিত হয় । সংস্কৃত যে এত উৎকৃষ্ট ও সুললিত ভাষা, তাহাও বহুবার পরিবৰ্ত্তিত না হইয়। কখন এরূপ পুণাবস্থা ধারণে সমর্থ হয় নাই। কারণ