পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । سb ভাষার স্বষ্টি হয় নাই, তদ্বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়, অনাবশ্যক বোধে এস্থলে লিখিত হইল না। &বল প্রতাপান্বিত উজ্জয়িনী স্বামী বিক্রমাদিত্যের শাসন কালে সংস্কৃতভাষা অপভ্রং শিত হইয়া প্রাকৃত, মহারাষ্ট্রীয়, মাগধী, শৌরসেনী, পৈশাচী, ও পাশ্চাত্য প্রভৃতি অনুন দশ বা দ্বাদশটা ভাষার সৃষ্ট হয়। প্রাচীন আর্যগণ সেই সমুহকেই প্রাকৃত নামে আখ্যাত করিয়াছেন। এবং বোধ হয় সেই সমুদয় ভাষার পরিবর্তনেই বাঙ্গালা, তৈলঙ্গী, গুজরাট, হিন্দী প্রভৃতি ভারতবর্ষের অধুনা প্রচলিত ভাষা সমুহের উৎপত্তি হইয়া থাকিবে । কিন্তু কোন, প্রাকৃত হইতে কোনটার সৃষ্টি হইয়াছে, তাহার কোন মিশেৰ প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না । বিশেষত, বঙ্গ ভাষায় লিখিত কোন প্রাচীন রচনা না থাকার এই ভাষীর আদিম বিবরণ সংগ্রহ করা অতীব কঠিন। বহু অনুসন্ধান দ্বারা অবগতি হয় চৈতন্য দেবের আবিভূতি হইবার এক শত বৎসর পূর্বে রাজা শিবসিংহ